Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মানবপাচার মামলায় গয়াছ মিয়া কারাগারে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ অবৈধ পথে ইউরোপে পাঠানোর নামে মানবপাচারের অভিযোগ নবীগঞ্জের গয়াছ মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলা দীঘলবাক ইউনিয়নের বহরমপুর গ্রামের আফাই মিয়ার পুত্র গয়াছ মিয়া। গত বুধবার রাতে গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শামছু উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সৈয়দপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গত বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নপর কালাভরপুর গ্রামের কছিত মিয়া পুত্র দুলাল মিয়া নামের এক যুবককে নবীগঞ্জের গায়াছ মিয়া (৪৫) ইউরোপের দেশ ইতালিতে পাঠানোর কথা বলে নগদ ১০ লাখ টাকা নিয়ে প্রথমে দুবাই পাঠায়। পরে লিবিয়ায় পৌঁছার পর গয়াছ মিয়ার ছেলে কিবরিয়া মিয়া (২২) তাকে অপহরণ করে মুক্তিপণ বাবদ আরো ১০ লাখ টাকা দাবি করে। পরবর্তীতে ধাপে ধাপে আরো ৩ লক্ষ নেয়। মোট ১৩ লাখ টাকা পরিশোধ করার পর ভিকটিমকে মুক্তি দেয়। এ ঘটনায় ভুক্তভোগী দুলাল মিয়া দেশে ফিরে মানবপাচার প্রতিরোধ ও দমন ট্রাইবুনালে গত ৭ জুলাই গয়াছ মিয়া (৪৫) ও তার পুত্র কিবরিয়া মিয়া (২২) কে আসামী করে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার উল্লেখিত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে গয়াছ মিয়াকে গ্রেফতার করে। অপর আসামী কিবরিয়া মিয়া বিদেশে পলাতক রয়েছে বলে জানা গেছে।