Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কুলাউড়ার লালারচক সীমান্তে হবিগঞ্জের দালালসহ আটক ৩

স্টাফ রিপোটার্র ॥ অবৈধ পথে সীমান্ত পাড়ি দেওয়ার সময় কুলাউড়া উপজেলার লালারচক সীমান্তে দুই দালালসহ তিনজনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে লালারচক বিওপির বিশেষ টহল দল তাদের আটক করে। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে সীমান্ত পিলার ১৮৫৮/এম হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে নাথবাড়ী এলাকা হতে বাংলাদেশি নাগরিক হবিগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর গ্রামের রতীন্দ্র গোএর পুত্র তনু গোপ (৩৭) কে আটক করা হয়।
ওই সময় বর্ণিত বাংলাদেশি নাগরিককে অবৈধ সীমান্ত পারাপারে সহযোগিতা করার দায়ে স্থানীয় দালাল কুলাউড়া উপজেলার লালারচক গ্রামেত মর্তুজ আলীর ছেলে আব্দুল হাসিব (২৭) ও একই গ্রামের আব্দুল খালিকের ছেলে ইমন আহমদ (১৯) কে আটক করা হয়।
বিজিবি জানায়, আটককৃত দালালদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় অপর ২ দালাল আলা উদ্দিন আলাল (৩৫), পিতা-মৃত পীর মাহামদ আলী, (২) মোহাম্মদ আলী (৩২), পিতা-মৃত কদর আলীর মাধ্যমে বর্ণিত বাংলাদেশি নাগরিককে ভারতে কাজের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত পারাপারের জন্য ওই স্থানে গমন করে। বাংলাদেশ হতে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া দালালদের (মানব পাচারকারী) বিরুদ্ধে মানব পাচারকারী হিসেবে বিশেষ মতা আইনে কুলাউড়া থানায় মামলা করা হয়েছে।