Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শাহজালাল ট্রাস্ট ও নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটির জেনারেল সেক্রেটারী টিপু’র সহযোগিতায় সামাজিক বনায়ন বৃক্ষরোপণ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনের বৃক্ষের ভূমিকা এত অপরিহার্য যে বৃক্ষহীন পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কল্পনাও করা যায় না। দেশের অর্থনীতিতে যেমন বনাঞ্চলের ভূমিকা আছে, তেমনি আবহাওয়া ও জলবায়ু সহ প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বনজ সম্পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রাকৃতিক বিপর্যের হাত থেকে দেশকে রক্ষা করতে জনগনকে সচেতন ও সম্পৃক্ত করে দেশে ব্যাপক বৃক্ষরোপন ও বনায়নের প্রয়োজন হয়ে পড়েছে। তিনি হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উদ্ধতি দিয়ে বলেন, যদি কোনো মুসলমান একটি বৃক্ষরোপন করে অথবা কোনো মানুষ কিংবা পাখি অথবা পশু ভক্ষণ করে, তবে তা উৎপাদনকারীর জন্য সদকা (দান) স্বরূপ গণ্য হবে। তিনি গতকাল ১১ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ টায়, হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ হলরুমে দেশের ঐতিহ্যবাহি সামাজিক সংগঠন, হবিগঞ্জ শাহজালাল (র.)-আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট-কর্তৃক আয়োজিত এবং যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি যুক্তরাষ্ট্রের জেনারেল সেক্রেটারি মি. ইমরান আলী (টিপু)-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। হবিগঞ্জ শাহজালাল (র.)-আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট-এর চেয়ারম্যান মো. আব্দুল মুহিত রাসেল এর সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বাছিত এর পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম মওলা, হবিগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর-এর উপ পরিচালক মো. মিজানুর রহমান শাহীন, হবিগঞ্জ জেলা বিটিসিএল সহকারী ব্যবস্থাপক শিরীশ চন্দ্র দাশ, শায়েস্তাগঞ্জ উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মজনু প্রমাণিক, হবিগঞ্জ জেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. আজিজুর রহমান শামীম, হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাধিকা রঞ্জন দাস, উপাধ্যক্ষ মো. আব্দুস সালাম প্রমূখ।