Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে প্রতিপক্ষের হামলায় আহত পশু চিকিৎসকের মৃত্যু

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে প্রতিপক্ষের হামলায় আহত পশু চিকিৎসক আতর আলী (৭০) ৫দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। সোমবার (১২ সেপ্টেম্বর) ভোর রাত ৪টার দিকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত আতর আলী উপজেলার মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের মৃত মনছব উল্লার পুত্র। তিনি এবং তার স্ত্রী গত ৭ সেপ্টেম্বর প্রতিপক্ষের লোকজনের হামলায় গুরুতর আহত হন।
জানা যায়, রঘুরামপুর গ্রামের পশু চিকিৎসক আতর আলীর বাড়ির উপর দিয়ে কাঁচা রাস্তায় একই গ্রামের রিপন, মালেক, মতিন ও আজিজ হাল চাষের গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাঁধা দেন তিনি। এরই জের ধরে বাক-বিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন মিরপুর বাজারের ব্যবসায়ী ও পশু চিকিৎসক আতর আলী ও তার স্ত্রী মিনারা খাতুনের উপর অতর্কিতে হামলা চালায়। এতে তারা দু’জন গুরুতর আহত হয়ে বাহুবল হাসপাতালে ভর্তি হন। পরে আতর আলীর অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বাহুবল মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিত দাস দুর্বৃত্তের হামলায় আহত আতর আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে এ ঘটনায় এক নারীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।