Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশ যুক্তরাষ্ট্র ইনক’র শিক্ষা সফর সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ গত ২৮ আগস্ট ২০২২ ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শেষ হল হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্র ইনক্ এর শিক্ষা সফর। এবারের শিক্ষা সফরের আকর্ষণীয় স্থান ছিল আমেরিকার প্রথম প্রেসিডন্ট জর্জ ওয়াশিংটনের হাউজ (জর্জ ওয়াশিংটন মাউন্ট ভারনন)। হবিগঞ্জের কৃতিসন্তান ডেমোক্রেটিক ডিষ্টিক লিডার এট লার্জ এটর্ণী মঈন চৌধুরী এবং বৃন্দাবন এলামনাই এসোসিয়েশন প্রতিষ্ঠাতাদের অন্যতম সাংবাদিক মোজাহিদ আনসারীর উদ্বোধনের মাধ্যমে শিক্ষা সফরের যাত্রা শুরু হয়। সংগঠনের সভাপতি আবু সাঈদ চৌধুরী কুটি এবং সাধারণ সম্পাদক এম আহমেদ ফয়সল এর বলিষ্ট নেতৃত্বে অত্যন্ত ব্যয় ও বিলাসবহুল সফরটি খুব সুন্দর এবং সফল ভাবে সম্পন্ন হয়। আহবায়ক সফি উদ্দিন তালুকদার, যুগ্ম আহবায়ক জায়েদুল মোহিত খান, সদস্য সচিব সুকান্ত দাস হরে, সদস্য- মোঃ আব্দুল ওয়াহেদ, সোহাগ আফসার এবং মাসুম আবেদীদের যোগ্য নেতৃত্ব অনুষ্ঠানটিকে সফল করতে মুখ্য ভুমিকা পালন করে। এ শিক্ষা সফরে বৃন্দাবন কলেজের বিপুল সংখ্যক প্রাক্তন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। সফরের শুরুতেই এসোসিয়েশনের অন্যতম সদস্য শেখ মোস্তাফা কামাল মাইক হাতে নিয়ে সকলকে মাতিয়ে রাখার চেষ্টা করেন। এখানে কবিতা আবৃত্তি, বক্তৃতা, গান, কৌতুক ও স্মৃতিচারণের মাধ্যমে সবাই যেন কিছু সময়ের জন্য বৃন্দাবন কলেজের ক্যাম্পাসে চলে যান। নিউইয়র্কের পরিচিত মুখ বৃন্দাবন কলেজের সাবেক কৃতি শিক্ষার্থী মিয়া মোঃ আছকির স্বরচিত কবিতা আবৃত্তি ও গানের মাধ্যমে সকলকে আনন্দ দেয়ার চেষ্টা করেন। কলেজের সাবেক কৃতী শিক্ষার্থী বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম ফজলুর রহমান চৌধুরী এবং সাবেক জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গফ্ফার সাহেবের পারফরমেন্স ছিল চোখে পরার মত। তাঁদের যৌথ পরিবেশনায় গান সকলের হৃদয় কেড়ে নেয়। তাছাড়া বৃন্দাবন কলেজের সাবেক শিক্ষার্থী সিদ্দিকুর রহমান এবং তাঁর সহধর্মিনী ডুয়েট গান পরিবেশন করেন। এছাড়াও কলেজের প্রাক্তন শিক্ষার্থী মোঃ আজিজুর রহমানের স্মৃতিচারণ সকলকে আবেগে আপ্লুত করে। মোঃ আবুল কালাম, অ্যাডভোকেট রহিম শেখ ও আবুল কালাম আজাদ টিপু’র বক্তব্য ও কৌতুক সকলকে আনন্দ দেয়। পুরো সফর জুড়েই ছিল হৈ উল্লাস। যেন বার বারই মনে হচ্ছিল যেন আমরা যুক্তরাষ্ট্রে নয়, বৃন্দাবনের ক্যাম্পাসেই আছি। এবারের সফরে তরুণদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এবারের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন আব্দুর রহমান মাসুম, শিশির বণিক, সৈয়দ জিয়াউল হাসান আসাদ, শামীম চৌধুরী, রবিউল আলম দোলক, গোলাম রব্বানী সজীব, তুহিন তালুকদার, রাসেল আহমেদ, সাইফ আকন্জী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম, মীর নিশাত, নাসরিন সুলতানা, শিল্পি মোদক, জোছনা চৌধুরী প্রমুখ। তাছাড়াও এসোসিয়েশনে সাবেক সভাপতি ইব্রাহিম খলিল বারোভুইয়া রিজু এবং সাবেক সাধারণ সম্পাদক জায়েদুল মুহিত খান সস্ত্রীক উপস্থিত ছিলেন। এছাড়াও এসোসিয়েশনের অন্যতম সদস্য শাহ্ মোঃ সাদেক সার্বক্ষণিক যোগাযোগ রাখেন। এবারের শিা সফরে বেশ কিছু সংখ্যক নারী ও এ প্রজন্মের ছেলে মেয়েরা অংশ নেয়। সবশেষে রাফেল ড্র’র আয়োজন করা হয়। এতে ১ম পুরষ্কার ছিল-থার্ড জেনারেশন এ্যাপল আইপড দ্বিতীয় পুরষ্কার -$ ১৫০টি গিফট কার্ড পুরষ্কার বিজয়ীরা হলেন যথাক্রমে- এম আহমেদ ফয়সল ও মেহের নিগার। আহবায়ক সফি উদ্দিন তালুকদার এবং সদস্য সচিব সুকান্ত দাস হরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। সবশেষে সাধারণ সম্পাদক উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সভাপতি’র সমাপনী বক্তৃতার মাধ্যমে একটি সুন্দর ও উপভোগ্য শিা সফরের সমাপ্তি ঘোষণা করা হয়। শিক্ষা সফরে অনেক মুখরোচক খাবার পরিবেশন করা হয়। রাতের খাবার পরিবেশন করেন ভার্জিনিয়ায় বসবাসরত বৃন্দাবন কলেজের সাবেক শিক্ষার্থী কাজী রেজা উদ্দিন হায়দার ও কাজী জিয়া উদ্দিন হায়দার। তাদের এই পরিবেশনা ছিল বৃন্দাবন কলেজের প্রতি ভালবাসার এক বহিঃপ্রকাশ।
এবারের শিক্ষা সফরের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল (জর্জ ওয়াশিংটন মাউন্ট ভারনন) হাউজ পরিদর্শন। ৫০০ একর জায়গার উপর নির্মিত এই বিশাল ল্যান্ডমার্ক সকলের নজর কেড়ে নেয়। নিউইয়র্ক থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত ওয়াশিংটন হাউজটির কারুকার্য ছিল চোখ ধাঁধানো। সবশেষে হোয়াইট হাউজ পরিদর্শনের মাধ্যমে শিক্ষা সফরের সমাপ্তি টানা হয়।
উল্লেখ্য, বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্র ইনক্ বরাবরের মত এবারও করোনাকালীন সময়ে হবিগঞ্জে দরিদ্র মানুষের সাহায্যার্থে এগিয়ে আসে। এবার এতিমখানা, সংবাদপত্রের কর্মী সহ বিভিন্ন দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।