Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের রিপাতপুরে ঠাকুর অনুকুল চন্দের জন্ম তিথি তালনবমী পালন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগনজ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫তম আবিভাব তিথি শুভ তালনবমী উপলক্ষ্যে ৫ সেপ্টেম্বর সোমবার রাতে সৎসঙ্গ অনুষ্টিত হয়। নবীগনজ উপজেলার রিপাতপুরবাসীর আয়োজনে বিজয় দাশের বাড়ীতে। অনুষ্টানালার মধ্যে ছিল, সমবেত প্রার্থনা, বিশ্বশান্তি কামনায় নামজপ, সদ গ্রন্থাদি পাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্টানও আনন্দ বাজারে ভান্ডারা বিতরন ! সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মৃনাল কান্তি দাশ বাদলের সভাপতিত্বে এবং সাধারণ সস্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে ও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ দাশ, কুমোদ দাশ, ক্ষিতিশ সরকার, রবীব্দ পাল, অরবিন্দু পাল বাবুল, সজল পাল, বিক্রম পাল, মৃম্ময় কান্তি দাশ বিজন, বিধু ভুষন গোপ, তাপসবনিক, অঞ্জন পুরকায়স্থ, রতিশ দাশ, রশময় শীল, শংকর গোপ, নিশি দাশ, জিতেন্দ দেবনাথ, কালী দেব, বিপুল দাশ, খেলা রানী পাল, সুধাংশু দাশ, নারায়ন সরকার, নিতেশ দাশ, পদীপ দাশ, শংকর শীল, দিপন দাশ, হৃদয় শীল, বিদ্যুং দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুরূপ অনুষ্টানমালার মধ্য দিয়ে নবীগঞ্জ মধ্যবাজার তাপস বনিকের বাসায় ঠাকুর অনুকুল চন্দের ১৩৫তম জন্মতিথি তালনবমী অনুষ্টান পালন করা হয়। সবশেষে প্রচুর ভক্তবৃন্দের মাঝ আনন্দবাজারে প্রসাদ বিতরন করা হয়।