Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রকাশিত সংবাদ সম্পর্কে জননী অটো রাইস মিলের সত্বাধিকারী এন এম ফজলে রাব্বি রাসেল

হবিগঞ্জ সদর খাদ্য গুদামের চাল সংগ্রহ নিয়ে আমার হবিগঞ্জ পত্রিকায় প্রকাশিত সংবাদের কোনো সত্যতা নেই বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা কিয়াম উদ্দিন ও মেসার্স জননী অটো রাইস মিলের সত্বাধিকারী এন এম ফজলে রাব্বি রাসেল। সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশে মনগড়া তথ্যে উদ্দেশ্য প্রনোদিত ভাবে সম্মানহানী করার লক্ষ্যে এ সংবাদ প্রকাশ করা হয়েছে। সরকার নির্ধারিত সময়েই চাল সংগ্রহ করা হয়েছে। চলতি অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২২ মৌসুমে জননী অটো রাইস মিলের আবেদনের প্রেক্ষিতে খাদ্য মন্ত্রণালয় থেকে অতিরিক্ত ১২৬২ মেট্রিক টন আতপ চাল ৩৯ টাকা কেজি ধরে সরবরাহের অনুমতিপত্র প্রদান করা হয়।
গত ২ আগস্ট মন্ত্রণালয় থেকে প্রেরিত অনুমতিপত্রে চাল সরবরাহের জন্য ৩১ আগস্ট পর্যন্ত সর্বশেষ সময় বেঁধে দেয়া হয়। অনুমতি পত্র প্রদান করার তারিখ হতে ১৫ দিনের ভেতরে সম্পূর্ণ চাল সরবরাহ করার নির্দেশনা দেয়া হয়। জননী অটো রাইস মিলের সত্বাধিকারী এন এম ফজলে রাব্বী রাসেল তার বক্তব্যে বলেন, আমি শহরে একজন সফল ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বৈধ কাগজপত্রের মাধ্যমে দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছি। কিন্তু আমার ও খাদ্য গুদাম কর্মকর্তার সাথে কোন যোগাযোগ না করেই উক্ত বানোয়াট ও ভূয়া সংবাদ প্রকাশ করা হয়েছে। এন এম ফজলে রাব্বি রাসেল বলেন, আমার সাথে খাদ্য গুদামের ওসিএলএসডি কিয়াম উদ্দিনের কোনো সম্পর্ক নেই। সংবাদ প্রকাশের পর আমি খাদ্যগুদামের কর্মকর্তার সাথে যোগাযোগ করি। তিনি বলেন, সংশ্লিস্ট সাংবাদিক তারও বক্তব্য নেয়নি। জননী অটো রাইস মিলের সত্বাধিকারী রাসেল আরও বলেন, ‘আমার হবিগঞ্জ’ পত্রিকার সম্পাদক সুশান্ত দাসের সাথে আমার ব্যক্তিগত বিরোধ রয়েছে। মামলা মোকদ্দমা চলছে। এ কারণে সে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করতে উক্ত বানোয়াট, মানহানিকর সংবাদ প্রকাশ করিয়েছে।