Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের রুপাপৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ কান্তি চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের রুপাপৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ওই বিদ্যালয়ের দাতা সদস্য সীতেশ দাশ বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, রুপাপৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ কান্তি চৌধুরী দীর্ঘ ১৮ বছর ধরে একই জায়গায় চাকুরীর সুবাদে স্বজন প্রীতি ও অবৈধ সুবিধার মাধ্যমে নানা অনিয়ম করে আসছেন। বিশেষ করে ২০২১ সালে উপবৃত্তির তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম করেন।
নামে-বেনামে ভুয়া শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে একাধিক মোবাইল নাম্বারে টাকা সংগ্রহ করে কমিশন লাভসহ টাকা আত্মসাত করে আসছিলেন তিনি। প্রধান শিক্ষক তরুণ কান্তি চৌধুরীর খামখেয়ালীপনায় দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে ভাল ফলাফল আসছে না। শুধু তাই নয়, বিদ্যালয়ের নানা উন্নয়নমুলক কর্মকাণ্ডে ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে যোগাযোগ না করে তিনি একাই সিদ্ধান্ত নিয়ে থাকেন বলেও জানা গেছে। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক তরুণ কান্তি চৌধুরীর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার স্ত্রী ফোন রিসিভ করেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন। ম্যানেজিং কমিটির সভাপতি প্রাণ কৃষ্ণ তালুকদার জানান, বিষয়টি তার জানা নেই। জানলে খতিয়ে দেখা হবে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মাওলা জানান, কোন অনিয়ম করার সুযোগ নেই। অনিয়মের তথ্য সত্য প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।