Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চেক ডিজঅনার মামলায় ওলিপুরের পুরাসুন্দা গ্রামের তাজুলের ৩ বছরের কারাদন্ড ॥ ৪১ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের পুরাসুন্দা গ্রামের তাজুল ইসলামকে ৩ বছরের সশ্রমকারাদন্ড ও ৪১ লাখ টাকা জরিমানা করেছে আদালত। ৩টি মামলায় পৃথক পৃথকভাবে তাজুল ইসলামের বিরুদ্ধে এই রায় প্রদান করে আদালত। সে ওই গ্রামের হবিব উল্লার পুত্র। জানা যায়, পুরাসুন্দা গ্রামের হবিব উল্লার পুত্র তাজুল ইসলামের সাথে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার মোঃ বাচ্চু মিয়ার ব্যবসায়ী লেনদেন ছিল। ব্যবসার সুবাধে তাজুল ইসলাম মোঃ বাচ্চু মিয়ার নিকট থেকে ৪১ লাখ টাকা নেন। পরবর্তীতে ওই দেনা পরিশোধের জন্য মোঃ তাজুল ইসলাম বাচ্চু মিয়াকে সামিয়া এন্টারপ্রাইজের নামে পূবালী ব্যাংক সুতাং বাজার ব্রাঞ্চনের ৩টি চেকে ৪১ লাখ টাকা দেন। কিন্তু তাজুল ইসলামের একাউন্টে কোন টাকা না থাকায় ব্যাংক চেক ৩টি ডিজঅনার করে। পরবর্তীতে বাচ্চু মিয়া বাদী হয়ে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হবিগঞ্জে পৃথকভাবে ৩টি চেক ডিজঅনার মামলা দায়ের করেন। ওই মামলা সত্য প্রমানিত হওয়ায় ইতি পূর্বে ২টি ও গতকাল ২৩ আগস্ট মঙ্গলবার একটি মামলার রায় প্রদান করে আদালত। রায়ে আসামী তাজুল ইসলামকে ৩ বছরের কারাদন্ড ও ৪১ লাখ টাকা জরিমানা করা হয়। মামলার বাদী মোঃ বাচ্চু মিয়া জানান, তাজুল ইসলাম একজন পলাতক সাজাপ্রাপ্ত আসামী। আদালতের রায়ে সাজা থাকার পরও সে অবাধে চলাফেরা করছে। কিন্তু সে গ্রেফতার হচ্ছে না। তিনি বলেন, তাজুল ইসলাম আমার ৪১ লাখ টাকা আত্মসাত করেছে। সে একজন প্রতারক। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান মামলার বাদী মোঃ বাচ্চু মিয়া।