Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অবৈধ টমটমের বিরুদ্ধে পৌরসভার অভিযান শুরু ॥ ট্রেড লাইন্সেস হালনাগাদ করতে ব্যবসায়ীদের প্রতি আহবান পৌর কর্তৃপক্ষের

স্টাফ রিপোটার্র ॥ পার্কিং ফি নাম্বার প্লেইট বিহীন টমটম, মিশুক ও অটোরিক্সার বিরুদ্ধে অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। সম্প্রতি অনুষ্ঠিত হবিগঞ্জ পৌর পরিষদের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী পৌরসভা এ অভিযান শুরু করে। মাসিক সভায় বক্তারা বলেন, সম্প্রতি পার্কিং ফি নাম্বার প্লেইট বিহীন বেশ কিছু বহিরাগত টমটম হবিগঞ্জ পৌরসভার নির্ধারিত হলুদ রং দিয়ে শহরে চলাচল করতে দেখা যায়।
ফলে শহরে টমটমের সংখ্যা বেড়ে যাওয়ায় অহরহ যান জটের সৃষ্টি হচ্ছে। শহর বাসীকে যানজটের ভোগান্তি হতে মুক্ত করতে পার্কিং ফি নাম্বার প্লেইট বিহীন অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। এ ব্যাপারে পৌর এলাকায় চলাচলকারী ব্যাটারী চালিত টমটম, মিশুক ও অটো রিক্সামালিক ও চালকদের প্রতি পার্কিং ফি নাম্বার প্লেইট বিহীন টমটম শহরে প্রবেশ না করানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও পৌর এলাকার ব্যবসায়ীদের ২০২২-২৩ ইং অর্থ বছরের জন্য ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য অথবা নতুন লাইসেন্স গ্রহন করার জন্য আহবান জানানো হয়। লাইসেন্স হালনাগাদ না হলে পৌরসভার পক্ষ হতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।