Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ডিবি পুলিশ পরিচয়ে গোবিন্দপুর গ্রামে কৃষককে হয়রানীর অভিযোগ আমেরিকা প্রবাসী শাহিনের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের আলতাব মিয়ার পুত্র কৃষক মনির মিয়াকে ডিবি পুলিশ পরিচয়ে হয়রানী করছে বলে অভিযোগ উঠেছে। মনির মিয়ার পরিবার হবিগঞ্জ সদর থানায় যোগাযোগ করে কোনো মামলার অস্তিত্ব পাননি। এমনকি ডিবি পুলিশের অফিসে যোগাযোগ করেও সুনির্দিষ্ট কোনো মামলা মোকাদ্দমার অস্তিত্ব পাননি বলে জানান। গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টায় এবং রাত ১১ টার সময় মোটর সাইকেল যোগে হবিগঞ্জ ডিবি পুলিশের পরিচয় দিয়ে ২ জন ব্যক্তি সাদা পোষাকে মনির মিয়ার গ্রামের বাড়িতে যান। মনির মিয়ার মা তাদের পরিচয় জানতে চাইলে নিজেদেরকে শুধু ডিবি পুলিশের লোক পরিচয় দেয়, তবে কারো নাম বলেনি। এসময় মনির মিয়ার পরিবারকে হুমকি ধামকি দিয়ে আসে তারা। এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে পুলিশ সুপার বরাবরে। পুলিশ সুপার অফিস গত ২০ আগষ্ট অভিযোগটি রিসিভ করে।
অভিযোগে বলা হয়েছে, মনির মিয়া একজন কৃষক। সাবেক ইউপি চেয়ারম্যান আনু মিয়া ও তার ভাই লন্ডন প্রবাসী জয়নাল আবেদীন ছালেক মিয়ার জমিজমা তত্বাবধান করেন মনির মিয়া। তাতে ক্ষুব্দ হন তাদের অপর ভাই আমেরিকা প্রবাসী শাহিন আহমদ। শাহিন আহমেদের ইঙ্গিতেই ডিবি পুলিশ পরিচয়ে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এব্যাপারে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন মনির মিয়া। মনির মিয়া জানান, আমি সিগারেটও পান করিনা, মদ গাজা হেরোইন ইয়াবা কি জিনিস তা দুই চোখে কখনো দেখিনি। অথচ শাহিন মিয়ার লোকজন বলাবলি করছে আমাকে মাদক দ্রব্য দিয়ে ফাসিয়ে দেয়া হবে।