Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা ৫ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অনেকেই ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা ও অবৈধভাবে ফুটপাত দখল দোকান পরিচালনা করতে দেখা যায়। এতে করে একদিকে সরকার হারাচ্ছে বড় অংকের রাজস্ব অন্যদিকে অবৈধ ফুটপাত দখলের কারণে পথচারীদের চলাচলে বিঘ্নসহ নিয়মিতই বাজার এলাকায় লাগছে যানজট। এ যানজটগুলো কখন কখন আবার ঘন্টার পর ঘন্টা ধরে চলতে থাকে। এতে সাধারণ পথচারীদের চলাচলে ব্যাঘাতসহ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এমন অভিযোগের প্রেেিত গতকাল (২১ আগস্ট) রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে ফুটপাত দখল ও লাইসেন্স বিহীন ব্যবস্থা প্রতিষ্ঠান পরিচালনার দায়ের ৫ ব্যক্তিকে বিশ হাজার পাঁচশত টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে দুলাল মিয়া কে পাঁচশত, শংকর দত্ত, মোবাশ্বির মিয়া, আরিফুল হক ও তাউজ মিয়া কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও মহুয়া শারমিন ফাতেমা বলেন, বাহুবল বাজারের রাস্তা দখলমুক্ত করা ও বিভিন্ন ব্যবস্থা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স তদারকি করার জন্য এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এতে ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।