Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি ॥ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে হবিগঞ্জ সদর উপজেলায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছে সদর উপজেলা জাতীয় পার্টি।
গতকাল বুধবার (১০ আগস্ট) সকাল ১০টায় হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে মিছিলটি বেবী ট্যান্ড মোড়ে সমাবেশ করে। সদর উপজেলা জাতীয় পার্টি আহবায়ক কাজল আহমেদ এর সভাপতিত্বে জেলা জাতীয় ছাত্র সমাজের সহ-সভাপতি এম এম হেলাল এর পরিচালনায়। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল বলেন, সরকার দেশ চালাতে ব্যর্থ। এরশাদের শাসন আমলে ডিজেলের মূল্য ছিল প্রতি লিটার ৭ টাকা। বর্তমান সরকার তেলের দাম রাতারাতি বাড়িয়ে দিযে মানুষের সাধ্যের বাইরে নিয়ে গেছে। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন তেলের দাম কমিয়ে আনুন না হলে জাতীয় পার্টি বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে। বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও জেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি গাজী মিছবাহ উদ্দিন, শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুস সালাম মেম্বার, জেলা সৈনিক পার্টির সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক আবেদ খান, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আফরোজ মিয়া, আসগর আলী, চান্দ আলী, জাপানেতা রইছ আলী, ফরিদ মিয়া, শহীদ মিয়া, আরজু মিয়া, আব্দুল কাইয়ুম চৌধুরী, সুহেল রানা, সৈনিক পার্টিনেতা জাহির মিয়া, শামীম আহমদ, শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি মখলিছ মিয়া, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, হবিগঞ্জ পৌর জাতীয় যুবসংহতির আহ্বায়ক দিলীপ বর্মন, যুবসংহতিনেতা নুর মিয়া, রতন মিয়া, আজাদ মিয়া, জিতু মিয়া, কামরুল ইসলাম, বাবুল মিয়া, ছোরাব আলী, রুস্তম আলী, নুরুল হক, কামাল উদ্দিন, মর্তুজ আলী সহ পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।