Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই ঔষধ বিক্রি হচ্ছে ফার্মেসীতে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার বিভিন্ন এলাকার ফার্মেসীগুলোতে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই দেশী বিদেশী ঔষধ অবাধে বিক্রি হচ্ছে বলে অভিযোগ ওঠেছে। ফার্মেসীগুলো থেকে সর্দি, কাশি, জ্বর, ব্যাথা ইত্যাদি নানা রোগের কথা বলে ঔষধ ক্রয় করেছে সাধারণ ক্রেতাসহ মাদকাসক্তরা। জানা গেছে, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ফার্মেসী থেকে অতিসহজেই কেনা যায় ঘুম ও তরল ঔষধ। এছাড়া উচ্চ ক্ষমতা সম্পন্ন এন্টিবায়েটিক ঔষধ কিনতেও কারো বেগ পেতে হয়না। ব্যবস্থাপত্র ছাড়া ঔষধ বিক্রিও সেবনকারীদের স্বাস্থ্য ঝুকি যেমন বেড়েছে তেমনি হত্যা আত্মহত্যা ও মাদক গ্রহনের মত ঘটছে নানা অঘটন। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ঔষধ বিক্রিতে নিষেধাজ্ঞা থাকলে ফার্মেসী ব্যবসায়ীরা তা মানছেন না। বিশেষজ্ঞদের মতে চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। এছাড়া এ্যাজমা, ডায়াবেটিকসসহ বিভিন্ন গুরুতর রোগের রোগীদের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়ার আশংকা রয়েছে। সরজমিনে ঘুরে দেখা গেছে- বিভিন্ন ফার্মেসী ব্যবসায়ীরা নিজেদের মনমত ডাক্তার বসিয়ে রোগীদের সেবা দিচ্ছে আর সেবার নামে রোগীর সাথে প্রতারণাও করছে। সচেতন মহলের মতে এভাবে ঔষধ বিক্রয়ের জন্য শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ না করায় ফার্মেসী ব্যবসায়ীরা অবাধে সব ধরণের ওষুধ বিক্রি করছে। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ কিউ জি এম ফারুকীর সাথে কথা হলে এ প্রতিনিধিকে বলেন, এক বছর ডিপ্লোমাধারী পল্লী চিকিৎসকরা সাধারণত জ্বর ও কাশির মত রোগের ঔষধ বিক্রি করতে পারেন। তবে হাইয়ার এন্টিবায়েটিক জাতের কোন ঔষধ ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া বিক্রি করা নিষেধ রয়েছে। মাত্র ৫ ভাগ ঔষধ চিকিৎসকের ব্যবস্থাপত্রের মাধ্যমে বিক্রি হয় বলে তিনি জানান।