Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে স্থানীয় পত্রিকা মাত্র ২ টাকা

ইখতিয়ার লোদী সানি ॥ কথায় আছে যে কোন স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রের চারটি স্তম্ভের একটি হলো সাংবাদিকতা। সাংবাদিকতা এর সহজ সংজ্ঞা বলতে বিভিন্ন ঘটনা, বিষয়, ধারণা, মানুষ, প্রকৃতি, পরিবেশ, রাষ্ট্র সম্পর্কিত প্রতিবদেন তৈরী ও পরিবেশন করা, যা দিনের প্রধান সংবাদ হবে এবং যার ফলে সমাজে এর প্রভাব বিস্তার করতে পারবে। সাংবাদিকতা সংজ্ঞা দিতে গেলে হয়তো একটা কাব্যগন্থ লেখা যাবে। মাঠ পর্যায়ে একজন সংবাদ কর্মীকে একটি সংবাদ সংগ্রহ করতে যে পরিমাণ কষ্ট বা হয়রানি সহ্য করতে তা একজন সংবাদকর্মী ছাড়া অন্য পেশা নিয়োজিত বা সাধারণ জনগণ কোন ভাবেই বুঝতে পারবে না, আমি আমার অভিজ্ঞতা ‘সাংবাদিক যে কোন ঘটনার সব তথ্য উপাত্ত সংগ্রহ করার পর প্রতিবেদন তৈরী করে পরিবেশন করার একমাত্র মাধ্যম হবিগঞ্জের স্থানীয় পত্রিকা। আনুমানিক ২০০০ সাল আমি তখন সবেমাত্র স্কুলে ভর্তি হয়েছি। তৎকালীন সময়ে আমাদের বাসা ছিল কোরেশনগর যা হবিগঞ্জ সদর হাসপাতাল উত্তরপার্শ্বে অবস্থিত। কিন্ডারর্গাডেনে ভর্তি হওয়ার সুবাদে স্কুল ছুটির পর ছাত্রছাত্রী বহনকারি ভ্যানগাড়ি দিয়ে যখন বাসার সামনে নামিয়ে দিতো। তখন আমি বাসায় না গিয়ে খেলবার জন্য চলে যেতাম সদর হাসপাতালের ভেতর। এমনি ভাবে কোন এক দিন হবিগঞ্জ শহরের পরিচিত মুখ চাঁন মিয়া ভাইকে (যিনি পত্রিকা বিক্রয় করে জীবিকা নির্বাহ করেন) দেখি, যিনি ‘ওই এক্সপ্রেস ওই এক্সপ্রেস’ বলে বলে হাটছেন, এক হাতে একটি ব্যাগ অন্য হাতে পত্রিকা। বলে রাখা ভাল পত্রিকা বা খবরের কাগজ কি তখন আমি তা জানতাম না। লোকটি (চাঁন মিয়া) আসলেই অন্ধ কিনা তা বুঝার জন্য আমি অনেকক্ষণ তাকিয়ে থাকি। বাসায় ফেরার পর আমি আজ কি কি করেছি প্রতিদিনের ন্যায় আমার বড় ভাইকে বললাম। আগেই বলেছি পত্রিকা বা খবরের কাগজ কি আমি তা জানতাম না। তখন আমার ভাই আমাকে বুঝিয়ে বললেন খবরের কাগজ বা পত্রিকা কি। স্কুলে টিফিনের জন্য প্রতিদিন আমাকে ৫ টাকা করে দেওয়া হতো। ৩ টাকায় চিজবল (চিপস) ও ২ টাকায় সিঙ্গারা নিয়মিত আমার খাবারের তালিকায় ছিল। পরদিন আমি একইভাবে সদর হাসপাতলের ভেতর যাই, আজ উদ্দেশ্য খেলা নয় পত্রিকা কিনা। যদিও আমি তখন পড়তে পারি না কারণ আগেই বলেছি, তখন সবেমাত্র আমি ¯ু‹লে ভর্তি হয়েছি অ, আ, ক, খ, পর্যন্তই আমার গন্ডি। জানার আগ্রহ থেকে কিনে ফেললাম পত্রিকা ‘এক্সপ্রেস’ মাত্র ২ (দুই) টাকা। তখনকার আমার টিফিনের একটি সিঙ্গারার সমপরিমাণ মূল্য। এখন ২০২২ সাল। বছরের পর বছর ধরে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যেও মূল্য। তেইশ বছর পর একটি সিঙ্গারার দাম ১০ টাকা যা দিয়ে আজও ৫টি স্থানীয় পত্রিকা কিনা যাবে। সিঙ্গারার দাম বেড়েছে কারণ বেড়েছে ময়দা, আলু ও তেলের দাম বেড়েছে, বেড়ে গেছে কারিগরের মজুরিও। সেই ৩ টাকার চিপস আজ ১৫ টাকা, কারণ বেড়েছে কাচাঁমালের দাম। বেড়েছে প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও পণ্য পরিবহণ খরচ। উন্নত হয়েছে মানুষের জীবণ যাত্রার মান, বেড়েছে মাথাপিছু আয়। কিন্তু পত্রিকার মূল্য এখনও ২ টাকায় ওই রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে দৈনন্দিন জীবনের সব নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের দাম ৪ থেকে ১০ গুন বেড়েছে। আমার কিনা সেই (২০০০ সালে) ২ টাকার ‘এক্সপ্রেস’ (স্থানীয় পত্রিকা) এর দাম এখনো ২ টাকাই রয়ে গেছে। কিন্তু বেড়েছে ঠিকই কাগজ, কালিসহ অন্যান্য উপকরণ। সময়ের সাথে সাথে বেড়েছে সব কিছুর মূল্য কিন্তু বাড়েনি শুধু হবিগঞ্জের স্থানীয় পত্রিকার মূল্য !!!। (অবশ্য আজ থেকে ৩টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।)