Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে ব্যবসায়ীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ ॥ হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের আল্টিমেটাম প্রত্যাহার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মহাপ্রভূর আখড়া সড়কে ব্যবসায়ীদের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে ঘটনার স্থান পরিদর্শন ও আহত ব্যবসায়ীদের দেখতে যান হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা, ওসি তদন্ত দৌস মোহাম্মদ। এ সময় তারা চিকিৎসার খোঁজ খবর নেন এবং এ ঘটনাটি তদন্ত করেন। এ সময় পুলিশ উপস্থিত হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দকে অনুরোধ করেন তাদের দেওয়ায় ২৪ ঘন্টা গ্রেফতার আল্টিমেটাম প্রত্যাহার ও পরবর্তীতে আর যেন কোন আন্দোলনের কর্মসূচি গ্রহন না করার। তারা আসামীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন ব্যবসায়ীদের। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাদের সিদ্ধান্ত পরে জানাবেন বলে পুলিশকে জানান। এ প্রেক্ষিতে শনিবার বিকেলে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ পরামর্শ সভায় বসে। সর্বসম্মতিক্রমে প্রাথমিকভাবে তাদের দেওয়া গ্রেফতারের আল্টিমেটাম প্রত্যাহার করেন এবং পরবর্তী কর্মসূচি না দেওয়ার সিদ্ধান্ত নেন। তাদের সিদ্ধান্তে বিষয়টি অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজাকে অবগত করেন। হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি সামছু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাচ্চু’র পরিচালনায় পরামর্শ সভায় উপস্থিত সহ-সভাপতি মোঃ আব্দুল কুদ্দুছ মিয়া, সহ-সাধারণ সম্পাদক বদরুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ, কোষাধ্যক্ষ হাজী সফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, ক্রীড়া সম্পাদক আব্দুল হান্নান, সাহিত্য শিক্ষা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সামাজুল খান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মুরাদ, শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক রতন কুমার রায়। এছাড়া কার্যকরি কমিটির সদস্য নাসির উদ্দিন, মোঃ আহাদ মিয়া, শ্যামল চন্দ্র রায়, তাজুল ইসলাম, মহিবুর রহমান টিপু, সাইদুর রহমান সেলিম, কেশব মিত্র, অঞ্জন রায় ও পলাশ মোদক। এছাড়া সভায় উপস্থিত থেকে হবিগঞ্জ দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভপতি প্রদীপ বিশ্বাস, সাধারণ সম্পাদক ছালেক মিয়া মার্চেন্ট এসোসিয়েশনের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন। উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে মহাপ্রভূ আখড়া সড়কে তুচ্ছ বিষয় নিয়ে শহরের বাতিরপুর এলাকার এনাম মিয়া, সুজন মিয়া, আল-আমিনসহ ২০/২৫ জন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ব্যবসায়ী পংকজ কান্তির দোকানে হামলা চালায়। তাকে বাচাঁতে সভায় হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, উজ্জল খান, জাহাঙ্গীর খান, বাবলু রায়, অসিত চক্রবর্তীসহ অন্যান্য ব্যবসায়ীরা এগিয়ে গেলে তাদের উপর হামলা চালানো হয়। এতে আনোয়ার হোসেন, উজ্জল খান, জাহাঙ্গীর খান, বাবলু রায়, অসিত চক্রবর্তী, পংকজ দাসসহ ৮/১০ ব্যবসায়ী আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনার পর পরই বিক্ষুব্ধ ব্যবসায়ীদের জড়িতদের ২৪ ঘন্টার ভিতরে গ্রেফতারের দাবি জানান। এ ঘটনায় শুক্রবার রাতেই হবিগঞ্জ সদর মডেল থানায় ব্যবসায়ী পংকজ কান্তি দাশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।