Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ফুটবলের পুরস্কার বিতরণকালে এমপি আবু জাহির ॥ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মন ও শরীর ভালো থাকবে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে ৮টি দলের মধ্যে বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন সুদিয়াখলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রানার্সআপ পুরাসুন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা গোল্ডকাপে চ্যাম্পিয়ন পুরাসুন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রানার্সআপ শেরপুর শুকুর আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়। মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হক কামাল, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালেহ আহাম্মদ, অধ্যক্ষ আজিজুল হাছান চৌধুরী শাহীন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, দাউদনগর বাজার ব্যকস সাধারণ সম্পাদক আতাউর রহমান মাসুক, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বুলবুল খান, প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদউজ্জামান মাসুক, পৌর যুবলীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সামিউর রহমান জনি, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিউর রহমান জিমি, সাধারণ সম্পাদক কামরুল হাসান রাসেল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, পৌর ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান বিলাল, সাধারণ সম্পাদক শরীফ সুমন, ছাত্রলীগ নেতা সৈয়দ আরিফ উদ্দিন সৈকত প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বছরের প্রথমদিনে বিনামূল্যে স্কুলে স্কুলে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিচ্ছে। উপবৃত্তি প্রদান করা হচ্ছে। স্কুলে স্কুলে নতুন ভবন করে দিচ্ছে। নিয়মিত স্কুলে যেতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত প্রয়োজন। এতে মন ও শরীর ভালো থাকবে।