Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আগামী ৫ বছরের মধ্যে নবীগঞ্জ-বাহুবলের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুত সংযোগ দেয়া হবে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক খামারগাও গ্রামে গতকাল রোববার দুপুরে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় চেয়ারম্যান আবুল খায়ের গোলাফের সভাপতিত্বে ও যুবনেতা আমিনুল ইসলাম এলাইছের পরিচালনায় ও সাবের আহমদের সার্বিক তত্ত্ব¡াবধানে। অনুষ্টানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ইউপি সদস্য আনফাল আহমদ। উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সুইচ টিপে আনুষ্টানিকভাবে এর উদ্বোধন করেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পল্লী বিদ্যুত নবীগঞ্জ জোনের ডিজিএম ব্রজন কুমার বর্মন, পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক শফিউল আলম হেলাল, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, যুগ্ম সদস্য সচিব এমরান মিয়া, উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সিনিয়র সহ-সভাপতি অলিদুর রহমান অলিদ, সহ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সফিউল আলম বজলু, জাতীয় পার্টির সাধারন সম্পাদক তুহিন আহমদ, জাপা নেতা শাহজামানুর রহমান স্বপন প্রমুখ। অনুষ্টান শেষে অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেষ্ট দেয়া হয়। শতক খামারগাও গ্রামে প্রায় ৩ শতাধিক গ্রাহকদের মধ্যে বিদ্যুতায়ন দেয়া হয়। প্রধান অতিথির বক্তৃতায় এম এ মুনিম চৌধুরী বাবু বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে বিদ্যুতের বিকল্প নেই। বর্তমান মহাজোট সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নে আগামী ৫ বছরের মধ্যে নবীগঞ্জ-বাহুবলের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুত সংযোগ দেয়া হবে। পল্লী গ্রামের মানুষ আর অবহেলিত থাকবেনা। সাধারন মানুষের জীবন মান উন্নয়ন, শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়া এলাকাকে এগিয়ে নেয়া হবে। রাস্তা ঘাট ব্রীজ কালভার্ট নির্মান করে মানুষের দুর্ভোগ লাগবে সর্বাত্মক চেষ্টা করা হবে। তিনি বলেন-বিবিয়ানার গ্যাস নবীগঞ্জের সম্পদ, তাই বিবিয়ানার গ্যাস নবীগঞ্জের ঘরে ঘরে পৌছার জন্য সর্বাত্মক চেষ্ট অব্যাহত আছে।