Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঝুকিপূর্ণ রত্না বেইলী ব্রিজ বন্ধ হচ্ছেনা ভারী যানবাহন

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার বন্যা কবলিত এলাকায় সড়ক ও জনপথ বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করছে ভারী যানবাহন। সরেজমিন ঘুরে দেখা যায়, বানিয়াচং সড়কের রত্না বেইলী ব্রিজটি অত্যান্ত ঝুঁকিপূর্নবস্থায় রয়েছে, ব্রিজের প্রবেশ মুখে একটি সাইনবোর্ডে ৫ টনের অধিক মালবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ উল্লেখ থাকলেও নিষেধ অমান্য করে ঝুঁকি নিয়ে চলাচল করছে ২০ থেকে ২৫ টন ওজনের মালবহনকারী কার্গো, কাভার্ড ভ্যান সহ বিভিন্ন রকমের ভারী যানবাহন। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের জেলা প্রকৌশলী নজরুল ইসলাম জানান, ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে যেকোন সময় ব্রিজটি ভেঙ্গে পরতে পারে। বন্যার পানি রাস্তার দুই পাশ থেকে ইঁদুরের গর্ত দিয়ে প্রবেশ করার কারণে দুই উপজেলার রাস্তার যেকোন স্থানে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বলেও তিনি জানান। এদিকে বানিয়াচং উপজেলা সদরের কুন্ডুর পাড় ব্রিজ এবং পশ্চিম ভাগের প্রবেশ মুখে বড় ব্রিজের গোড়ায় তৈরি হয়েছে ভয়ানক মরন ফাঁদ। বানিয়াচং ও আজমিরীগঞ্জের ছোট বড় কয়েক হাজার গাড়ি চলাচল করে উক্ত ব্রিজের উপর দিয়ে। জরুরী ভিত্তিতে রাস্তার ফাটলগুলো মেরামত করা না হলে বড় ধরনের দূর্ঘটনার আংশকা করছেন এলাকাবাসী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এ বিষয়ে প্রদক্ষেপ গ্রহনের দাবীও জানিয়েছেন বানিয়াচং ও আজমিরীগঞ্জ এলাকাকার জন সাধারণ।