Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ শহরে চাঞ্চল্যকর কদর আলীকে হত্যারকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের জঙ্গল বহুলা খোয়াই নদীর বাঁধে চাঞ্চল্যকর কদর আলী হত্যা মামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে স্মারক লিপি প্রদান করা হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যন মাহবুবুর রহমান আওয়াল, ৬নং ওয়ার্ড কাউন্সিলর টিপু আহমেদ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর সেতু, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আব্দুর রউফ, জঙ্গলবহুলার বিশিষ্ট মুরব্বী বাবরু মিয়া, ফটিক মিয়া, ইসহাক মিয়া, হারুন মিয়াসহ প্রায় ৫ শতাধিক লোকজন। মানববন্ধনে অবিলম্বে কদর আলী হত্যা মামলার আসামিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে কঠিন কর্মসূচির হুশিয়ারী দেয়া হয়। তারা আরও বলেন, ২০ দিনের অধিক সময় অতিবাহিত হলেও এখনও সদর থানা পুলিশ এর কোনো কুল কিনারা করতে পারছে না। এমনকি সিসিটিভির ফুটেজ থাকা স্বত্তেও তারা কেন জড়িত একজনকেও ধরতে পারেননি এ নিয়ে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। প্রসঙ্গত, সম্প্রতি জঙ্গল বহুলা খোয়াই নদীর বাঁধ থেকে মস্তকবিহীন মাটিকাটা শ্রমিক কদর আলীর দেহ উদ্ধার করে। এর দুইদিন পর শায়েস্তাগঞ্জ মাছের ঘাট থেকে তার মাথা উদ্ধার করা হয়। ওই মাজারের খাদেম বদিউজ্জমান ফয়ছলকে জিজ্ঞাসাবাদ করে কোনো কু না পাওয়ায় ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় তার মেয়ে বাদি হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।