Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সিডিউলের সাথে মিল না রেখে হবিগঞ্জ শহরে লোডশেডিং ॥ ভোগান্তি বাড়ছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বিভিন্ন এলাকায় কাগজে কলমে শিডিউল থাকলেও বাস্তবে এর কোন মিল না রেখেই বিভিন্ন এলাকায় ঘন্টার পর ঘন্টা লোড শেডিং শুরু হয়েছে এতে করে সাধারণ মানুষ চরম ভুগান্তিতে পড়েছেন অনেকেই। প্রচন্ড গরমে অসুস্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রোগীর চাপ বেশী থাকায় হাসপাতালের চিকিৎসকরা হিমসিম খাচ্ছেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত এ রিপোর্ট লেখাকালে শহরের সায়েস্তানগর, রাজনগর, অনন্তপুর, সার্কিট হাউজ রোড, সিনেমাহল শ্যামলী, চিরাখান্দি, নিউ মুসলিম কোয়াটার, স্টাফ কোয়াটার, কোরেশনগর সহ বিভিন্ন এলাকায় ঘন্টার পর ঘন্টা লোড শেডিং চলছে আবার কোন কোন এলাকায় কিছুক্ষন পরপরই লোড শেডিং দেওয়া হয়, যার ফলে বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী বিকল হয়ে যাচ্ছে।
গতকাল রাত ৮টার পর শহরের সরজমিনে ঘুরে দেখা গেছে কিছু কিছু এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে আবার, কোন কোন দোকান খোলা রয়েছে। সচেতন মহল মনে করেন যদি রাত ৮টার পর আইনশৃংখলা বাহিনীর টহলসহ মোবাইল কোর্ট পরিচালনা করা হয় তবেই এর সমাধান আসবে। অপরািদকে বিদ্যুত অফিস সুত্রে জানা গেছে প্রথমে কিছু সমস্যা হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।