Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে অভিষেক দিবস ১৮ জিলহজ্জ্ব ঐতিহাসিক গাদিরে খুম দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে নবীজি (সা:) এর ভাই ও তার কন্যা হযরত মা ফাতিমা, আঃ স্বামী হযরত মওলা আলী আঃ এর অভিষেক দিবস ১৮ জিলহজ্জ্ব ঐতিহাসিক গাদিরে খুম দিবস উদযাপন করা হয়। গত ১৮ জুলাই সোমবার বাহুবল উপজেলার স্নানঘাট ঐতিহ্যবাহী দেওয়ান বাড়ির দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরীর প্রতিষ্ঠিত আশেকানে পাকপাঞ্জাতন দরবার শরিফের উদ্যোগে- শাহেন শাহে বেলায়ত, ইমামুত্বরিকত, ওসিয়ে রাসুল, জওজে বতুল, ওয়ালিদে হাসনাইন, আমিরুল মু’মিনিন হযরত আলী আঃ এর অভিষেক দিবস ঐতিহাসিক গাদিরে খুম উপলক্ষে মিলাদ-মাহফিল, আনন্দ র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সকাল ৭ টায় স্নানঘাট ঐতিহ্যবাহী দেওয়ান বাড়ির প্রাঙ্গণ থেকে আনন্দ র‌্যালি টি বের হয়ে স্নানঘাট বাজারসহ গ্রামের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে দেওয়ান ঈসা হোসাইন চৌধুরী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় এসে র‌্যালি সমাপ্ত করে। পরে হযরত আলী আঃ এর শান ও জীবনাদর্শ আলোচনা করা হয়। ঐতিহাসিক গাদিরে খুমের উপর আলোচনা করতে গিয়ে কবি হেলাল উদ্দিন বলেন, আজকের এই দিনে অর্থাৎ ১০ম হিজরির ১৮ই জিলহজ্ব নবীজি (সা:) মক্কার হজ্বের কাজ সমাপ্ত করে মদিনার দিকে প্রত্যাবর্তন করলে মক্কা ও মদিনার মধ্যখানে গাদিরে খুম নামক স্থানে আসলে আল্লাহ পাক পবিত্র কোরান এর সুরা মায়েদার ৬৭নং আয়াত অবতীর্ণ করে নবীজিকে জানিয়ে দেন যে, তিনি হযরত আলী আঃ সম্পর্কে মওলায়াত ঘোষণা করার জন্য তখন তিনি সোয়া লক্ষ সাহাবিদের সামনে ঘোষণা করলেন-মান কুনতু মাওলা ফা ফাজা আলীয়্যুন মাওলা। অর্থাৎ, আমি যাদের অভিভাবক আমার পরে আলী হল তাদের অভিভাবক উক্ত দিনটিই সুফি মুসলমানরা মওলা আলীর অভিষেক দিবস গাদিরে খুম বা ঈদে গাদির হিসেবে পালন করে থাকে। আলোচনা শেষে মিলাদ ও দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়। দোয়া পরিচালনা করেন স্নানঘাট আশেকানে পাকপাঞ্জাতন দরবার শরিফের পীর দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী সাহেব।