Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ফ্রিল্যান্সার টু অন্ট্রাপ্রণর কর্মসূচির প্রশিক্ষণ শুরু

প্রেস বিজ্ঞপ্তি ॥ তথ্য প্রযুক্তি সম্প্রসারণ, বেকর যুবকদের কর্মসংস্থান ও বর্তমান সরকারের ডিজিটাল কর্মসূচি বাস্তবায়নের লক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসন এবং বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ফ্রিল্যান্সার টু অন্ট্রাপ্রণর কর্মসূচির আওতায় ৫দিন ব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় এ প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুর রউফ, স্থানীয় সরকার উপ-পরিচালক দিলীপ কুমার বণিক, সহকারী কমিশনার আইসিটি আলমগীর হোসেন প্রমূখ। প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্বপালন করেন কাজী আব্দুর রহমান শাওন, সুব্রত দত্ত, শিশির আহমেদ বাবু, আতিকুর রহমান। এতে মিডিয়াকর্মী, বেকার যুবক, ছাত্র, শিক্ষক, আইটি ব্যবসায়ী ও উদ্যোক্তাসহ অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।