Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল অনুষ্টিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখা ও পৌর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে ১৬ জুলাই শনিবার বিকালে নবীগঞ্জ নতুনবাজার মোড়ে আব্দুল মতিন স্কয়ারে সরকারী দলের বিগত নির্বাচনী প্রতিশ্রুতি সংখ্যালঘু সুরক্ষা আইন ও বৈষাম্য বিলোপ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভুমি কমিশন আইনের দ্রুত বাস্তবায়ন এবং সসতলের আদি জন্য পৃথক ভুমি কমিশন গঠনের দাবী বাস্তবায়নের দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়ের সভাপতিত্বে এবং সাধারন সস্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ পৌর কমিটির সভাপতি বিপুল চন্দ্র দেব, সাধারন সস্পাদক প্রানেশ চন্দ্র দেব, বীর মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অর্থ সস্পাদক প্রজেশ রায় নিতন, সাংগঠনিক সম্পাদক রত্নদীপ দাস রাজু, দপ্তর সম্পদক অমলেন্দু সুত্রধর, প্রচার সস্পাদক পবিত্র বনিক, সাংস্কৃতিক সস্পাদক ও প্রেসক্লাবের সাবেক সাধারন সস্পাদক সলিল বরন দাশ, পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক শিলাপদ দাশ, গৌরমনি সরকার, কুর্শি ইউনিয়ন কমিটির সভাপতি পিন্টু রায়, সাধারন সম্পাদক জগন্নাথ দাশ, গীতাস্কুলের শিক্ষক সনজয় দাশ, বিদ্যার্থী সনাতন সংঘের সভাপতি বাপ্পারাজ দে, ৪নং ওয়ার্ড কমিটির সাধারন সম্পাদক বাবলু দাশ, কানাই লাল দাশ, শিক্ষক নান্টু লাল দাশ, বিধু ভুষন দাশ, অঞ্জন পুরকায়স্থ, ফনী ভুষন দেব মঙ্গল, ব্রজগোপাল দাশ, বিধান পাল, সুচিত্র গোপ, শুভ্র গোপ, অনুপ আচার্য্য, সীতেশ সরকার, বিপ্লব দাশ, রাজু পাল, অমর সরকার, মিল্টন দাশ, টিটু দাশ, জনি দে, সৌরভ দাশ, অর্ধেন্দু রায় প্রমুখ।
বক্তারা অভিলম্ভে বর্তমার সরকারী দলের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের জন্য জোর দাবী জানান।