Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবল উপজেলা চেয়ারম্যান ও তার পুত্রের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সাথে অসৌজন্যমূলক আচরনের অভিযোগ

স্টাফ রিরেপার্টার ॥ বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান ও তার ছেলে সৈয়দ ইসলামের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সাথে অসৌজন্যমূলক আচরনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা কমান্ডার ডাঃ মোঃ আবুল হোসেন ও সহকারী কমান্ডার মোঃ নুর মিয়া বাদী হয়ে ৭ জুলাই তাদের বিরুদ্ধে বিভাগীয় কমিশনারের কাছে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ্য করা হয়, বাহুবল উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধাগনকে সহযোগিতা দূরের কথা উল্টো অসহযোগিতা করে আসছেন। তিনি বিভিন্ন সভায় উপস্থিত হয়ে দীর্ঘ বক্তব্য দিলেও জয়বাংলা স্লোগান দেন না। এছাড়াও তার খামখেয়ালীপনার কারনে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ ফেরত যাচ্ছে। যা জনগনের স্বার্থের লঙ্ঘন। এ সব বিষয় নিয়ে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও জনমনে বিরূপ প্রতিক্রিয়া বিরাজ করছে। এদিকে বাহুবল উপজেলার মীরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কচুয়াদি গ্রামে বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান এর বাড়ি থেকে ৪০০ মিটার দৈর্ঘ প্রাচীণ কাচারাস্তা পাকা করনের একটি প্রকল্প বরাদ্দ আসলে স্থানীয় উপজেলা প্রকৌশলীর উদ্যোগে রাস্তাটির ইস্টিমিট প্রস্তুত করা হয়। ইস্টিমিটে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা সাক্ষর করলেও উপজেলা চেয়ারম্যান সাক্ষর করেনি। এরপর ১৬ জুলাই-কয়েকজন মুক্তিযোদ্ধা তার অফিসে গেলেও তিনি সাক্ষর করতে সম্মতি হননি। ফলে প্রকল্পটি বাতিল হয়ে যায়। অপরদিকে বাহুবল সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে জাঙ্গালিয়া-নন্দনপুর রাস্তার হাবিজপুর গ্রামের হাজী মনফর উল্ল্যার বাড়ির উত্তরদিক হয়ে বীর মুক্তিযোদ্ধা আমির আলীর বাড়ি হয়ে বিসি হাইস্কুল পর্যান্ত রাস্তার ইস্টিমিট নিয়ে গত জুন মাসের শেষের দিকে মুক্তিযোদ্ধা আমির আলী উপজেলা চেয়ারম্যানের কাছে গেলে ইস্টিমিটে সাক্ষর করবেন না বলে জানান। এর কারন জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান ও তার ছেলে সৈয়দ ইসলাম বীর মুক্তিযোদ্ধাদের সাথে অসদাচরন করে। পরবর্তীতে স্থানীয় বিক্ষুব্দ জনগন উপজেলা চেয়ারম্যান অফিস ঘেরাও করে ইস্টিমিটে সাক্ষর আদায় করে নেন। অভিযোগে আরো উল্লেখ করা হয়, অবৈধ সুবিধা না পাওয়ায় তিনি ও তার পুত্র মুক্তিযোদ্ধাদের সাথে এহেন আচরনের ফলে তারা মুক্তিযোদ্ধা বিদ্বেষী। এছাড়া তিনি মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে উপস্থিত থাকেন না এমনকি স্বাধীনতা ও বিজয় দিবস এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানেও হাজির হন না। এ অবস্থায় মুক্তিযোদ্ধাদের সাথে অসৌজন্যমূলক আচরনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য তারা দাবী করেন।