Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এমপিওভুক্তিতে ফের শীর্ষে এমপি আবু জাহির ॥ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় এ বছর নতুন করে আরও ১০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। জেলার মধ্যে এমপিওভুক্তিতে এবারও শীর্ষ হল সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর নির্বাচনী এলাকা।
তিন বছর আগে এমপি আবু জাহিরের প্রচেষ্টায় হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছিল। যা ছিল জেলায় সর্বোচ্চ। তার এলাকায় এনিয়ে ২৭টি প্রতিষ্ঠান এমপিওভুক্তির আওতায় আসল। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞ
তা জানিয়েছেন। এমপি আবু জাহির ঘোষণা দিয়েছিলেন নির্বাচনী এলাকার প্রত্যেকটি ইউনিয়নে কলেজ প্রতিষ্ঠা করবেন। ইতোমধ্যেই সেই কার্যক্রম এগিয়ে যাচ্ছে এবং প্রতিটি ইউনিয়নে কলেজ প্রতিষ্ঠা হচ্ছে। একইভাবে প্রতিষ্ঠা পাচ্ছে স্কুল এবং মাদ্রাসাও। গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে নতুন এমপিওভুক্তির ঘোষণা দেন। এতে হবিগঞ্জ সদর উপজেলার ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৫টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং ৩টি উচ্চ মাধ্যমিক কলেজের নামও আসে। এদিকে, তালিকা বিশ্লেষনে দেখা গেছে, পুরো জেলা অর্থাৎ ৯টি উপজেলায় এমপিওভুক্ত হওয়া মোট প্রতিষ্ঠানের অর্ধেকই হবিগঞ্জ সদর উপজেলায়। সেই হিসেবে ৯টি উপজেলার মধ্যে এমপি আবু জাহির এর নির্বাচনী এলাকা এমপিওভুক্তিতে শীর্ষে। হবিগঞ্জ সদর উপজেলায় নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, উচ্চ মাধ্যমিক কলেজে; আলেয়া জাহির কলেজ, কবির কলেজিয়েট একাডেমি ও হাজী চেরাগ আলী কলেজ, মাধ্যমিক বিদ্যালয়ে; মির্জাপুর হাইস্কুল ও আদর্শ বালিকা বিদ্যালয়, নিম্ন মাধ্যমিকে; কালনী নোয়াবাদ জুনিয়র স্কুল, গঙ্গানগর হাইস্কুল, এডভোকেট মোঃ আবু জাহির হাইস্কুল, আলী ইদ্রিস হাইস্কুল এবং হাজী আমির আলী জুনিয়র স্কুল। এদিকে এমপিওভুক্তির আওতায় আসায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং ¯’ানীয় লোকজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এমপি আবু জাহির এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেককেই কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়। প্রতিক্রিয়ায় মির্জাপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান শামীম বলেন, শিক্ষাক্ষেত্রে এমপি আবু জাহির হবিগঞ্জ জেলায় যে উন্নয়ন করেছেন তা অনন্য নজির হয়ে থাকবে। হবিগঞ্জে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় সত্যিই অবিশ্বাস্য। তিনি নতুন শিক্ষা প্রতিষ্ঠান করে যাচ্ছেন। এজন্য তিনি নিজের শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবাই ও এলাকাবাসীর পক্ষ থেকে এমপি আবু জাহির এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।