Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক

স্টাফ রিপোর্টার ॥ ঈদকে সামনে রেখে জেলার বিভিন্ন সড়কে ডাকাতি, চুরি, ছিনতাই বৃদ্ধি পাচ্ছে। প্রায়ই কোনো না কোনো এলাকায় এসব ঘটনা ঘটছে। বিশেষ করে গরু কিনতে যাওয়া ক্রেতারা তাদের লালসার শিকার হচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোড়ধার করতে নেয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। গত সোমবার রাত সাড়ে ১১টার সময় চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের লালচান্দ চা বাগান এলাকায় রঘুনন্দন পাহাড়ের সড়কটিতে সংঘবদ্ধ ডাকাত দল বিভিন্ন যানবাহন নিয়ে ডাকাতির প্রস্তুতি নেয়। তবে স্থানীয় পুলিশকে জানালে কাজ না হওয়ায় ডিবি পুলিশকে জানানো হয়। খবর পেয়েই ডিবির ওসি সফিকুল ইসলামের নির্দেশে এসআই ধ্রুপেশ চক্রবর্তীসহ একদল ডিবি পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে হাতেনাতে অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করে। তখন তাদের সাথে আরও ১২/১৪ জন মুখোশধারী ডাকাত পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে রামদা চাকুসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, একডজন ডাকাতি মামলার পলাতক আসামি চুনারুঘাট উপজেলার গাভীগাও গ্রামের ময়না মিয়ার পুত্র শাহীন মিয়া (৪০) সদর উপজেলার সুঘর গ্রামের কদ্দুস মিয়ার পুত্র কুখ্যাত ডাকাত ফারুক মিয়া (৩৫) ও বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামের মোস্তফা মিয়ার পুত্র তুহিন মিয়া (৪৫)।
এ ঘটনায় এসআই ধ্রুবেশ বাদি হয়ে ডাকাতি মামলা করেছেন। গতকালই তাদেরকে চুনারুঘাট থানায় সোপর্দ করলে মঙ্গলবার বিকালের দিকে তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। ওসি সফিকুল ইসলাম জানান, এসপি স্যারের নির্দেশে অভিযান নিয়মিত চলবে। আটকদের রিমাণ্ডে আনা হবে।