Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে নিহত কদর আলীর খন্ডিত মাথা শায়েস্তাগঞ্জে উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাছুলিয়া খোয়াই নদীর পাড়ে খুন হওয়া কদর আলীর মাথা শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর গ্রামের গায়েবী গজার মাছের পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার (৩ জুলাই) সকাল ১১টার স্থানীয় লোকজন মাথাটি পানিতে ভাসতে দেখে শায়েস্তাগঞ্জ থানায় জানালে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে মাথাটি উদ্ধার করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা আক্তার শিমুল ঘঠনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, প্রাথমিক অবস্থায় নিহত কদর আলীর পরিবারের লোকজন শনাক্ত করেছেন এটি কদর আলীর মাথা। বিস্তারিত ডিএনএ রিপোর্ট আসার পরে বলা যাবে।
এর আগে গত (২ জুলাই) সদর উপজেলার মাছুলিয়া খোয়াই নদীর পাড় থেকে মাথাবিহীন কদর আলী দেহটি উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে কদর আলীর পরিবারের লোকজন নিহতের গায়ের পোশাক-আশাক দেখে সনাক্ত করেছিল যে, এটি কদর আলীর দেহ । এর একদিন পর শায়েস্তাগঞ্জের মাছের পুকুর থেকে কদর আলীর মাথাটি উদ্ধার করে পুলিশ।
জানা যায়, নিহত কদর আলী (৪৫) খোয়াই নদীর চরে মাটি কাটার কাজ করতো, সে পৌর এলাকার জঙ্গল বহুলা গ্রামের বাসিন্দা মৃত মঙ্গল মিয়ার ছেলে।
এ ঘটনায় একটি সিসি ফুটেজ অনলাইনে ভাইরাল হয়েছে। ফুটেজটিতে দেখা যায় ঘটনার আগের দিন শুক্রবার গভীর রাতে নিহত কদর আলী সহ ৫ জন খোয়াই নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে। পরবর্তীতে ৪ জন ফিরে আসে। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি । এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান আমাদের কাছে এখনো কোনো ধরণের অভিযোগ আসেনি।