Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডি-৩১৫-বি-১ এর অর্থায়নে লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের বন্যাদূর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও কাপড় বিতরন

প্রেস বিজ্ঞপ্তি ॥ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডি-৩১৫-বি-১ এর অর্থায়নে লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের উদ্যোগে বন্যাদূর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও কাপড় বিতরন করা হয়। গতকাল সকাল ১১ টায় কালারডুবায় ওই খাদ্য সামগ্রী ও খাবার বিতরণ করা হয়। লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব মোজাহিদ হুসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডি-৩১৫ বি-১ এর গভর্নর লায়ন মোঃ শরীফ আলী খান এম জে এফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডি-৩১৫ বি-১ এর ইমি: পাষ্ট গভর্নর লায়ন শাহেনা রহমান এম জে এফ, ১ম ভাইস গভর্নর লায়ন মোঃ লুতফুর রহমান এম জে এফ, লায়ন রেখা শরিফ ১ম লেডি অফ দ্যা ডিস্ট্রিক্ট, লায়ন শিরীন আক্তার রুবী স্পাউছ অব ১ম ভি ডি জি, কেবিনেট সেক্রেটারি লায়ন মীর সফিকুল আলম কনক এম জে এফ, লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন, লায়ন ফিরোজ আহমেদ, লায়ন ফরিদা আক্তার শিলা, লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের চার্টার প্রেসিডেন্ট লায়ন এডঃ এস এম বজলুর রহমান, ফাস্ট প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মোঃ মনসুর রশীদ কাজল, ফাষ্ট প্রেসিডেন্ট লায়ন এডঃ এস এম আলী আজগর, ফাষ্ট প্রেসিডেন্ট লায়ন আব্দুল মুমিন চৌধুরী বুলবুল, নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন এস এম আব্দুল আওয়াল, নবনির্বাচিত সাধারণ সম্পাদক লায়ন এডঃ অর্জুন চন্দ্র রায়,ট্রেজারার লায়ন কাজী মহিবুর রহমান, লায়ন মোঃ জালাল উদ্দীন, লায়ন মোঃ ফখরুল আলম, নবনির্বাচিত ট্রেজারার লায়ন মোঃ আব্দুর রহমান, লায়ন রাজেন্দ্র চন্দ্র দাস, লায়ন মোঃ আব্দুল আহাদ, লায়ন সৈয়দ আমিনুল হাসান, লায়ন মোঃ বদরুল আলম, লায়ন সুনীল চন্দ্র রায়, লায়ন অমিয় চন্দ্র রায়, লায়ন বিশ্বজিৎ বনিক চন্দন, লায়ন মহিবুর রহমান টিপু প্রমুখ নেতৃবৃন্দ। এ সময় বন্যাদূর্গত ৩শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং ১০০ পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়।