Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে নির্যাতন করে হত্যা চেষ্টা ॥ স্বামীর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে নির্যাতন করে হত্যার চেষ্টার অভিযোগে জুবেল মিয়া (৩৫) নামের এক পাষণ্ডকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই সাথে অন্য দুই আসামিকে খালাস প্রদান করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মো. মোস্তফা মিয়া। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এ দণ্ডাদেশ দেন। ওই কোর্টের পেশকার মো. ফজলু মিয়া জানান, নবীগঞ্জ উপজেলার জালালসাফ গ্রামের খলিল মিয়ার পুত্র জুবেল মিয়া বিয়ে করে একই উপজেলার দুর্লভপুর গ্রামের সামছু মিয়ার কন্যা সীমাকে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য সীমাকে নির্যাতন চালায় শশুর বাড়ির লোকজন। ২০১৩ সালের ২৫ অক্টোবর স্বামীর বাড়িতে ৫০ হাজার টাকা যৌতুকের জন্য স্বামী ও শশুর বাড়ির লোকজন তাকে মারপিট করে হত্যার চেষ্টা চালায়। তার চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে রক্ষা করে হাসপাতালে পাঠায়। এ বিষয়ে সীমা বেগম বাদি হয়ে ৩১ অক্টোবর জুবেল মিয়া, তার স্বজনদের আসামি করে মামলা করেন। স্বাক্ষি প্রমাণ শেষে আদালত এ রায় দেন। রায় প্রদানকালে অন্যরা হাজির থাকলেও আসামি জুবেল মিয়া পলাতক ছিলো।