Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের বন্যার্তদের পাশে সৎসঙ্গের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ॥ খাদ্য সামগ্রী বিতরণ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিশ্বসৎসঙ্গের বর্তমান আচার্য্যদেব দাদার আর্শীবাদ বাস্তবায়নে ৩ জুলাই রবিবার নবীগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিারের মাঝে সৎসঙ্গ বাংলাদেশ কেন্দীয় কমিটির পক্ষ থেকে ত্রান হিসাবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল এবং সাধারন সস্পাদক নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সার্বিক পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৎসঙ্গ বাংলাদেশ কেন্দীয় কমিটির সাধারণ সস্পাদক শ্রী ধৃতব্রত আদিত্য এসপিআর বিশেষ অতিথি ছিলেন, সৎসঙ্গ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সস্পাদক শ্রী সুব্রত আদিত্য এসপিআর, অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী নিশিকান্ত দাশ এসপিআর, শ্রী নিরঞ্জন চন্দ নেপাল এসপিআর, গিরীন্দ্র চন্দ্র দাশ এসপিআর, সৎসঙ্গ হবিগঞ্জ জেলা শাখার সাধারন সস্পাদক সুনীল চন্দ্র দাশ, যোগেন্দ্র দাশ, গনেন্দ্র দাশ। এ সময় উপস্থিত ছিলেন, বিধু ভুষন গোপ, রশময় শীল, মৃম্ময় কান্তি দাশ বিজন, শিক্ষক নিখিল চন্দ্র সুত্রধর, শিক্ষক সুব্রত দাশ, নরেশ দাশ, রতিশ দাশ, শংকর চন্দ্র গোপ, সজল দেব, নিতেশ দাশ, নয়ন সরকার সহসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। গতকাল নবীগঞ্জের হৃদয় নগর, গয়াহরি, কমলাপুর, কানাইপুর, দত্তগ্রাম, বানিয়াচংয়ের গন্ধর্বপুর, হারুনী, আরিয়ামুগুর, আজিমিরীগঞ্জের বদলপুর, কাঠাকালী, পাহাড়পুর নদীপুর, ঝিলুয়া গ্রামে ত্রান সামগ্রী বিতরন করেন। আজ সোমবার হবিগঞ্জ সদর উপজেলার গধাইনগর, মথুরাপুর, গোপালপুর এবং লাখাই উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করবেন। এ প্রসঙ্গে সৎসঙ্গ বাংলাদেশ কেন্দীয় কমিটির সাধারণ সস্পাদক শ্রী ধৃতব্রত আদিত্য এসপিআর যুগ্ম সস্পাদক শ্রী সুব্রত আদিত্য বলেন, শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তাই বিশ্ব সৎসঙ্গের আচার্য্যদেব শ্রী শ্রী দাদার আর্শীবাদ বাস্তবায়নে প্রাকৃতিক দুর্যোগের সময় বন্যা কবলিত সমস্যাগ্রস্থ মানুষদের মধ্যে সাধ্য অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরন করতে পেরেছি।