Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বন্যাদূর্গত কয়েকটি গ্রামে ফ্রি-মেডিকেল ক্যাম্প ও খাদ্য সামগ্রী বিতরণ করছে হবিগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টি

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি যুক্তরাজ্য শাখা ও ইউরোপীয় কমিটির আর্থিক সহায়তায় সিলেট বিভাগের বন্যা দূর্গত মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষ্যে গতকাল ৩ জুলাই রবিবার হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের মির্জাপুর, নছরতপুর, তিতখাই, লুকড়া ইউনিয়নের ধনারাব্দা (চানপুর) এলাকার ৩ শতাধিক মানুষকে ঔষধ সহ চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
গ্রামে গ্রামে যেয়ে এই কর্মকান্ডে অংশগ্রহণ করেন সিপিবি জেলা সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, প্রভাষক মৃদুল কান্তি রায়, মোঃ সামছু মিয়া, কাজল মিয়া, মফিজ মিয়া, আব্দাল মিয়া, কামাল মিয়া, আজিজুল মিয়া, ছায়েদ মিয়া, সমসু মিয়া, সাইফুর রহমান সাইদুর প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ডাঃ জে.এম রায়হান কবির শুভ, এমবিবিএস, আরএমও মুন ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতাল, সহযোগিতা করেন সাহাদাত হোসেন সানু। ঔষধ বিতরণ করেন- ফার্মাসিস্ট রঞ্জন রায়, সহযোগিতায় কাজল চক্রবর্তী, মোঃ ফরিদ মিয়া। কমিউনিস্ট পার্টির এ কার্যক্রমকে ধন্যবাদ জানিয়ে সার্বিক সহযোগিতা করেন স্থানীয় মুরুব্বিয়ান যথাক্রমে মোঃ জাকির হোসেন, মোঃ কুতুব আলী মিয়া, মোঃ আব্দুর রব, মোঃ আবুল হোসেন, শেখ সৈয়দ মিয়া, মোঃ শাহেদ মিয়া, মোঃ সিরাজ মিয়া, মোঃ মোশাহিদ মিয়া, মোঃ রফিক মিয়া প্রমুখ।