Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে বন্যার্তদের মাঝে পুলিশ সুপারের ত্রাণ বিতরণ ॥ দুর্যোগ যতোদিন থাকবে, জেলা পুলিশ ততোদিনই বন্যার্ত মানুষের পাশে থাকবে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী বলেছেন, দুর্যোগ যতোদিন থাকবে, জেলা পুলিশ ততোদিনই বন্যার্ত মানুষের পাশে থাকবে। পুলিশ দেশের সকল দুর্যোগ দুর্বিপাকে সবার আগে জনগণের পাশে থাকে। জনগণের বন্ধু হয়ে শতভাগ পেশাদারী মনোভাবে দেখিয়ে চলে আসছে পুলিশ। তিনি আরও বলেন, বানিয়াচংসহ হবিগঞ্জের বিভিন্ন থানায় চলমান ভয়াবহ বন্যায়ও হবিগঞ্জ জেলা পুলিশের প্রতিটি সদস্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। বন্যা উপদ্রুত এলাকার আটকাপড়া মানুষজনকে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার, আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা শুকনো ও রান্না করা খাবার সরবরাহ ও তাদের নিরাপত্তা বিধানে পুলিশ বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারি-বেসরকারি, ব্যক্তি, প্রতিষ্ঠান এমনকি পুলিশ বিভাগের নিজেদের উদ্যোগে বন্যার্তদের মধ্যে বরাদ্দকৃত ত্রাণ সামগ্রীর সুষম বণ্টনে সর্বাত্মক স্বচ্ছতা বজায় রেখে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে জেলা পুলিশ। বানবাসিদের নিরাপত্তা নিশ্চিত করতে থানা এলাকাগুলোতে এখনো নির্ঘুম রাত কাটাচ্ছে অগণিত পুলিশ সদস্যরা। তিনি বুধবার বানিয়াচং উপজেরার ৬নং কাগাপাশা ইউনিয়নের বিভিন্ন হাওরএলাকার বন্যার্তদের মধ্যে হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ৫শ জনের মধ্যে রান্না করা খাবার, বিশুদ্ধ খাবার পানি ও ত্রান সামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন, ৬নং কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলীসহ বানিয়াচং থানার বিভিন্ন অফিসারবৃন্দ।