Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পল্লিতে প্রানীদের অপমৃত্যু রোধে বৈদ্যুতিক তারে প্লাস্টীক ক্যাপ লাগানোর দাবী

চুনারঘাট প্রতিনিধি ॥ সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পল্লিতে ফউরপট্টি বিদ্যুৎ লাইন/মেইন লাইন দ্বারা স্থন্যপায়ী প্রানীদের অপমৃত্যু রোধে বৈদ্যুতিক তারে প্লাস্টীক ক্যাপ লাগানোর দাবী।
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পল্লিতে ফউরপট্টি বিদ্যুৎ লাইন/মেইন লাইন দ্বারা স্থন্যপায়ী প্রানীদের অপমৃত্যু রোধে তারে প্লাস্টীক ক্যাপ লাগানোর এখন সময়ের দাবী।
বিষয়টি কয়েক মাস আগে উঋঙ মহোদয়কে জানালেও প্রশাসনিক জটিলতার কারনে তা আলোর মুখ দেখে নি। এর ফলে অনেক বানর, হনুমান, স্লোলরিশ, বাদুর মারা যায় ও সর্ট খাচ্ছে।
সেখানে মেইন রোডের পাশ দিয়ে তারে কভার দেয়া আছে আছে অবশ্য। এছাড়াও সেখানে শুধু একটা আছে আরো ৫-১০ উড়াল সেতু বিনির্মানের আকুল আবেদন জানাচ্ছি।