Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ব্রিটিশ বাঙালি কবি লুৎফুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান

প্রেস বিজ্ঞপ্তি ॥ “বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ আন্তর্জাতিক পর্ষদ” ও “বঙ্গবন্ধু লেখক পরিষদ” এর আয়োজনে ‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী সম্মাননা’ প্রদান করা হয় ব্রিটিশ বাঙালি কবি লুৎফুর রহমান চৌধুরীকে। তিনি দেশে না থাকায় তার পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী’র কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন কবি নুসরাত সুলতানা। ২৩ জুন বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ড. আব্দুল মান্নান চৌধুরী।
কবি লুৎফুর রহমান চৌধুরী ‘বঙ্গবন্ধু জন্মশতবর্ষ আন্তর্জাতিক পর্ষদ’ ও ‘বঙ্গবন্ধু লেখক পরিষদ’ এর কাছে কৃতজ্ঞতা করেন। তিনি বলেন, এই সম্মাননা আমার আগামীদিনের পথ চলায় অনুপ্রেরণা যোগাবে। তিনি লেখক, পাঠক, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী এবং যারা সবসময় আমার পাশে থেকে বিভিন্ন ভাবে সাপোর্ট থাকেন তাদের সকলকে ধন্যবাদ জানান।