Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে খাদ্য, ফল, মাছ সুটকী ব্যবসায়ীদের সভা

বানিয়াচং প্রতিনিধি ॥ ফরমালিন মিশ্রিত সকল প্রকার খাদ্যদ্রব্য ক্রয় বিক্রয় কঠোর শাস্তিযোগ্য অপরাধ। তাই ব্যবসায়ীদেরকে ওই সব ব্যবসা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। গতকাল শুক্রবার সকাল ১০ টায় ইউ.পি কমপ্লেক্স মিলনায়তনে গ্যানিংগঞ্জ বাজারের খাদ্য দ্রব্য, মাছ, সূটকী ফলমুল ইত্যাদি ক্ষুদ্র ব্যবসায়ীদের সমাবেশে তিনি আহ্বান জানান। ৩নং বানিয়াচং সদর দক্ষিণ পূর্ব ইউ.পি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি আজমল হোসেন বাবুলের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তৃতা করেন ফল ব্যবসায়ী মোঃ মুহিত খা, আব্দুল মতিন, জাহেদ মিয়া, কাঠাল ব্যবসায়ী বাজিদ উল্লা, মোঃ জয়নাল আবেদীন, আব্দুল মতলিব, সুটকী ব্যবসায়ী ইকবাল হোসেন, আবু শ্যামা, ফরিদ মিয়া, কলা ব্যবসায়ী আব্দুল হালিম, কাচামাল ব্যবসায়ী নেতা আব্দুল জলিল ও আব্দুল ওয়াহেদ প্রমূখ। ব্যবসায়ী বক্তারা “ফরমালিন ব্যবসা করব না, নিজের মানুষ মারব না” এ ওয়াদা বক্তৃতার শুরুতে উচ্চারণ করে বক্তব্য রাখেন। চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, যেখান থেকেই মালামাল ক্রয় করুন বিক্রেতার স্বাক্ষর সহ নাম, ঠিকানা, মোবাইল নং এর বৈধ রশিদ অবশ্যই আনতে হবে। তিনি আইনের কঠোর শাস্তি ও জরিমানার কথা উল্লেখ করে হবিগঞ্জের ডিসি মোঃ জয়নাল আবেদীনের বিভিন্ন নির্দেশনা ও ফরমালিন মুক্ত হবিগঞ্জ গঠনের কর্মপরিকল্পনার বিষয়ে অবহিত করেন।