Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জনস্বাস্থ্য, শিক্ষা ও পল্লী উন্নয়ন সংস্থা (জাসপোস) এর সার্বিক সহযোগিতায় চায়না এম্বেসীর অর্থায়নে জরুরী ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ চিায়না এম্বেসীর অর্থায়নে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের পর্তাপ পুর গ্রামে জরুরী ত্রাণ বিতরণ করা হয় গতকাল ২৩ জুন ২০২২ তারিখ ১২টায় । ত্রাণ বিতরণ কার্য্যক্রমে ছিলেন এম্বেসী অব চায়না টু বাংলাদেশের মিনিস্টার কাউন্সিলর এন্ড ডেপুটি চীপ অব মিশন মি.ইয়ান হুয়ালং ফাস্ট সেক্রেটারী মি.শিছেন, বাংলাদেশ আওয়ামীলীগ শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং জনস্বাস্থ্য শিক্ষা ও পল্লীউন্নয়ন সংস্থা (জাসপোস) এর ভাইস প্রেসিডেন্ট লায়ন মশিউর আহমেদ, জনস্বাস্থ্য শিক্ষা ও পল্লীউন্নয়ন সংস্থা (জাসপোস) এর সভাপতি শফিকুল বারী আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার হবিগঞ্জ সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুল, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট মিজানুর রহমান শামিম, বিশিষ্ট সমাজ সেবক ও ইউ কে কমিউনিটি লিডার লায়ন ইঞ্জিনিয়ার এম এ মুমিন চৌধুরী বুলবুল, জন স্বাস্থ্য শিক্ষা ও পল্লীউন্নয়ন সংস্থা (জাসপোস) এর ট্রেজারার ও আলী ইদ্রিস হাই স্কুলের প্রধান শিক্ষক লায়ন মোঃ লিটন মিয়া, এডভোকেট মোঃ আবু জাহির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়ন মোঃ আসাদুজ্জামান, সুবিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয় দাশ, খান বাহাদুর এহিয়া উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ মিয়া।উক্ত জরুরী বিতরণ কার্যক্রমের সার্বিক সহযোগীতায় ছিলেন জন স্বাস্থ্য শিক্ষা ও পল্লী উন্নয়ন সংস্থা (জাসপোস) হবিগঞ্জ। প্রশাসনের সকল কর্মকর্তা বৃন্দ সার্বিক সহযোগীতা করায় আন্তরিক অভিনন্দন জানান চায়না এ্যাম্বিসীর প্রতিনিধিগণ।