Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গ্রাম-শহরে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ তৃতীয় দিনের মত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত তিনি হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা ও সদর উপজেলার লোকড়া ইউনিয়নের গ্রামে গ্রামে গিয়ে ত্রাণ বিতরণ করেন।
তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত হবিগঞ্জ শহরের উমেদনগর, বাসস্ট্যান্ড ও খাদ্যগুদাম রোড এলাকায় ত্রাণ বিতরণ করেন। পরে রাত সাড়ে ৮টা পর্যন্ত সদর উপজেলার লোকড়া ইউনিয়নের চানপুর, গজারিয়াকান্দি, ধনারআব্দা, চানপুর, কাকুড়াকান্দি, দৌলতপুর, কাশিপুর, মানিকের আব্দা, হরিপুর, ইসলামপুর, গোয়ালনগর, জয়নগর, মথুরানগর, যাদবপুর, গোপালপুর, ধল, বামকান্দি, নাজিরপুর ও গোবিন্দপুরে ত্রাণ বিতরণ করেন। এমপি আবু জাহির রাত সাড়ে ৮টার দিকে লোকড়া গ্রামে ত্রাণ বিতরণের মধ্য দিয়ে এদিনের কার্যক্রম শেষ করেন।
এ সময় হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আক্রাম আলীসহ দলীয় নেতাকর্মীরা উপহিমকত ছিলেন।
ত্রাণ বিতরণের সময় এমপি আবু জাহির উপকার ভোগীদের উদ্দেশ্যে বলেন, বন্যা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে আমরা আপনাদের পাশে আছি। পানিবন্ধিদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অব্যাহত থাকবে। আমাদের ব্যক্তিগত পক্ষ থেকেও সামর্থ অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখব। এ সময় ধৈর্য্যরে সঙ্গে এ পরিস্থিতি মোকাবিলার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।