Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বন্যা দূর্গতদের পাশে জেলা আওয়ামী লীগের সেক্রেটারী এডঃ আলমগীর চৌধুরী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বন্যা দূর্গতদের পাশে দাড়িয়েছেন মানবতার ফেরিওয়ালা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। মঙ্গলবার দিন ব্যাপী উপজেলার বন্যা দূর্গত এলাকা ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের বন্যা আশ্রয় কেন্দ্র গুলো পরিদর্শন করেন। এ সময় তিনি বন্যার্ত ভানবাসি মানুষের মাঝে ব্যক্তিগত পক্ষ থেকে আওয়ামীলীগের পক্ষে শুকনো খাবার, ওরস্যালাইন, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট বিতরণ করেন। তিনি বন্যার্ত মানুষেদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার আহ্বান জানান। এডভোকেট আলমগীর চেধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যার্তদের পাশে আছেন। পর্যান্ত পরিমানের ত্রান দেয়া হচ্ছে। সঠিক মতো অসহায় মানুষ গুলোর কাছে যেন পৌছে তা খেয়াল রাখার জন্য দলীয় নেতাকর্মীর প্রতি আহ্বান জানান। এ সময় বন্যার্ত লোকজন বলেন, পানি বন্দি মানুষদের দেখার জন্য কোন রাজনৈতিক নেতা এই প্রথম আসলেন দূর্গত এলাকায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, দপ্তর সম্পাদক বিধান ধর, সাবেক প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, আওয়ামীলীগ নেতা অঞ্জন পুরকায়স্থ, ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক গৌতম দাশ, ফরহাদ চৌধুরী, ওহি দেওয়ান চৌধুরী, আশিষ দাশ, আবুল হোসেন, শাহীন আহমদ প্রমূখ। এদিকে মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের দূর্গত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় ইউপি চেয়ারম্যান রঙ্গলাল দাশ।