Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে সর্বনিম্ন ফিতরা ৬০ টাকা নিধার্রণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সমজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদের উদ্যোগে গতকাল সকাল ১০ ঘটিকার সময় চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদে আলহাজ রইছ মিয়ার সভাপতিত্বে ও মাওঃ কাজী এম. এ জলিলের পরিচালনায় হবিগঞ্জ জেলার বিজ্ঞ উলামাগণের উপস্থিতে এবারের স্থানীয় ফিতরা নির্ধারণ প্রসঙ্গে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ বলেন, সাদকাতুল ফিতর মুসলিম নারী-পুরুষ, ছোট-বড়, আজাদ-গোলাম সকলের উপর ওয়াজিব। রাসূলুল্লাহ (সাঃ) আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে আজাদ, গোলাম, নারী-পুরুষ, ছোট-বড় সকল মুসলিমের উপর অর্ধ ‘সা’ গম বা আটা, এক ‘সা’ খেজুর বা যব সদকাতুল ফিতর ওয়াজিব করেছেন। রাসূলুল্লাহ (সাঃ) আলাইহি ওয়াসাল্লাম এর যুগের অর্ধ ‘সা’। যার ওজন দুই শত চল্লিশ মিসকাল গম। ইংরেজী ওজনে যা এক কেজি ৭৫০ গ্রাম গম বা আটা।
হবিগঞ্জ জেলার স্থানীয় বাজার দর পর্যালোচনা করে এবারের স্থানীয় ফিতরা হাদীসের বর্ণনা মতে অর্ধ ‘সা’ অর্থাৎ ১ কেজি ৭৫০ গ্রাম মধ্যম স্তরের আটার মূল্যে ৬০ টাকা হিসাবে মত প্রকাশ করেন। সভায় বক্তাগণ আরো বলেন, ধনী বা বিত্তবান ব্যক্তিগণ যব, খেজুর অথবা কিচমিচ এর মূল্যে দিয়ে ফিতরা আদায় করতে পারবেন। এটা গরিবের প্রতি উত্তম ব্যবহারের সামিল। তাই যার যেমন সামর্থ্য আছে সে অনুপাতে বেশী পরিমান আল্লাহর রাস্তায় খরচ করা উত্তম। সভায় উপস্থিত ছিলেন, মুফতি আলহাজ মাও. এম.এ মজিদ পিরিজপুরী, অধ্যক্ষ মাও. গোলাম সরওয়ার আলম, মাও. সৈয়দ আজহার আহমদ, মাও. সোলায়মান খানঁ রব্বানী, মুফতি মাও. তাহির উদ্দিন সিদ্দীকি, আলহাজ মাও. কাজী নাজমূল হোসেন, মাও. নাছির উদ্দিন আখঞ্জি, আলহাজ মাও. এরশাদুল হক, মাও. হাফেজ এবাদুল হক, মাও. মোঃ আব্বাস আলী, মাও. আব্দুল কাইয়ূম, মাও. কাজী কামাল হোসেন, মাও. আবু তৈয়্যব মোজাহিদী, মাও. কাজী জসিম উদ্দিন, মাও. আবু তাহের প্রমূখ।