Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ফেনন্সিডিলসহ র‌্যাবের হাতে যুবক আটক

নবীগঞ্জ বুরে‌্যা অফিস ॥ নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী ও শিবপাশা শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা রনধির কর এর ছেলে রিপন কর (৪৫) র‌্যাব-৯ এর হাতে ১৮ বোতল ফেনন্সিডিলসহ আটক হয়েছে। এ খবর শহরে ছড়িয়ে পড়লে নানা আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে সিলেটস্থ র‌্যাব-৯ এর এসআই মোঃ মনসুর হান্নাজ বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলাসহ ধৃত রিপন করকে পুলিশের কাছে সোর্পদ করেছেন। তার বিরুদ্ধে ইয়াবা, ফেনন্সিডিল সেবন, কেনাবেচার অসংখ্য অভিযোগ রয়েছে। মামলা সুত্রে জানা যায়, সিলেটস্থ র‌্যাব-৯ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জুন বিকালে নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ আসাদ এন্ড ফরহাদ ভেরাইটিজ ষ্টোর এর সামনে রাস্তার উপর থেকে রিপন কর (৪৫) কে আটক করেন। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশী করে ১৮ পিছ ফেনন্সিডিলের বোতল পাওয়া যায়। ওই রাতেই র‌্যাব-৯ রিপন করকে নবীগঞ্জ থানা পুলিশে সোর্পদ করেন এবং সংশ্লিষ্ট ধারায় মামলা নং-১৭ ,তারিখ ১৮/০৬/২০২২ইং দায়ের হয়েছে। পরদিন তাকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে। বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রনধির কর এর ছেলে রিপন কর ফেনন্সিডিলসহ র‌্যাব-৯ এর হাতে আটকের খবরে নবীগঞ্জে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দারা স্বস্তি ফিরে পেয়েছেন। স্থানীয় সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রিপন কর ফেনন্সিডিল, ইয়াবা সেবন ও ব্যবসার সাথে জড়িত। এছাড়া সম্প্রতি পৌর এলাকায় মাদকের ছড়াছড়ি বৃদ্ধি পেয়েছে। নোয়াপাড়া গ্রামের আলী মিয়া এলাকায় অবস্থান করায় ইয়াবা ব্যবসা জমে উটেছে।