Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সম্ভাব্য বন্যা মোকাবেলায় হবিগঞ্জ পৌরসভা প্রস্তুত-মেয়র সেলিম

স্টাফ রিপোর্টার ॥ খোয়াই নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ায় প্রতিরক্ষা বাঁধ পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
গতকাল সোমবার দুপুর ১ টায় মেয়র মাছুলিয়া ব্রীজ এলাকায় যান। এ সময় খোয়াই বাধঁ পরিদর্শনরত হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী ও মেয়র আতাউর রহমান সেলিম হবিগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি ও প্রস্তুতিমুলক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, পান্না কুমার শীল, গৌতম কুমার রায়, আলাউদ্দিন কুদ্দুস, সাফিকুর রহমান সিতুসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ। তার পর পরই পুলিশ সুপার এসএম মুরাদ আলী ও মেয়র আতাউর রহমান সেলিম কাউন্সিরল ও কর্মকর্তাবৃন্দদের নিয়ে হবিগঞ্জ শহরের খোয়াইমুখ এলাকা ও কামড়াপুর এম এ রব ব্রীজ এলাকার প্রতিরক্ষা বাঁধ পরিদর্শন করেন। দুপুর ২ টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যানার্জী ও মেয়র আতাউর রহমান সেলিম কামড়াপুর ও যশের আব্দা এলাকার খোয়াই প্রতিরক্ষা বাঁধ পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলের সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন আরাফাত রানা, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহনেওয়াজ তালুকদারসহ অন্যান্যরা। মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘সম্ভাব্য বন্যা মোকাবেলায় আগে থেকেই হবিগঞ্জ পৌরসভা প্রস্ততিমুলক ব্যবস্থা গ্রহন করে রেখেছে।’ সকলের সহযোগিতায় দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি শহরবাসীকে আতংকিত না হয়ে, সতর্কতামুলক ব্যবস্থা গ্রহন করার জন্য আহবান জানান।