Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই সড়কে সন্ধ্যার পর থেকেই অতিরিক্ত ভাড়া আদায় করছে কতিপয় সিএনজি চালকরা। একদিকে বন্যাদুর্গত মানুষদের দুদর্শা অন্যদিকে অতিরিক্ত ভাড়া দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।
জানা যায়, লাখাইসহ জেলার বিভিন্ন উপজেলা যখন বন্যাকবলিত তখন এর সুযোগ নিয়ে এক শ্রেণির সিএনজি চালকরা সন্ধ্যার পর থেকেই হবিগঞ্জ কোর্ট স্টেশন থেকে বুল্লা, বামৈ, কালাউখসহ বিভিন্ন স্থানে জনপ্রতি আগের ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া আদায় করছেন। যাত্রীদের অভিযোগ, চালকরা বন্যার সুযোগ নিয়ে ইচ্ছাকৃতভাবে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া হাকঁছেন। অনেক চালকরা রীতিমতো বলেই ফেলেন, পুষালে যান না পুষালে অন্য রাস্তা দেখেন। উল্লেখ্য সিলেট থেকে হবিগঞ্জ আসা বন্যাকবলিত লোকজনের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বাস চালকসহ ৮ স্টাফকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে মোটর মালিক গ্রুপ। কিন্তু সিএনজি চালকরাও বেশি ভাড়া নিলেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।