Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পুরাতন খোয়াই নদীতে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে জলাবদ্ধতা দেখা দেয়-মেয়র সেলিম

স্টাফ রিপোর্টার ॥ শহরের পানি নিস্কাশনের বড় খাল ও ড্রেনের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন মেয়র আতাউর রহমান সেলিম। গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টায় মেয়র পৌরএলাকার পানি নিস্কাশনের ড্রেনগুলোতে পৌরসভার পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেন। অধিকাংশ এলাকার বৃষ্টির পানি সরে যাওয়ায় মেয়র সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আধুনিক হাসপাতাল হতে হরিপুর পর্যন্ত পুরাতন খোয়াই নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ভারি বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়। রাজনগর কবরস্থান বাইপাস ড্রেন, যশের আব্দা, নোয়াহাটি, বাতিরপুর, নাতিরপুরসহ পৌরএলাকার বিভিন্ন ড্রেনে অবৈধ দখলের মাধ্যমে স্থাপনা তৈরী করার ফলে পানি নিস্কাশন বাধাগ্রস্থ হচ্ছে। ড্রেনের জায়গা পুরোপুরি উদ্ধার না হলে নতুন ড্রেন করা যেমন সম্ভব নয়, ঠিক তেমনি ড্রেনগুলো পরিস্কার করাও খুবই কষ্টসাধ্য। অনেক এলাকায় দেখা যায় দশ ফুট ড্রেনকে সংকুচিত করতে করতে তিন ফুট ড্রেনে পরিনত করা হয়েছে। এগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে। অবৈধ দখলের মাধ্যমে ড্রেনগুলোকে সংকুচিত করে ফেলায় পানি নিস্কাশন মারাত্মকভাবে বাধগ্রস্থ হচ্ছে।’ তিনি বলেন, ‘এখনই যদি আমরা সর্তক না হই তাহলে ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হওয়ার আশংকা রয়েছে।’ অবৈধ দখলমুক্ত করে পৌরএলাকার ড্রেনসমূহের জায়গা উদ্ধার করতে হবিগঞ্জ পৌরসভার উপদেষ্টা হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির ও জেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন মেয়র আতাউর রহমান সেলিম। পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এলাকাবাসীর সাথে কথা বলেন। তিনি ড্রেনে ময়লা আবর্জনা না ফেলতে ব্যবসায়ীসহ এলাকাবাসীর প্রতি আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পান্না কুমার শীল।