Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দূর্যোগকালীন আইন-শৃংখলা বিষয়ে সতর্ক থাকতে পুলিশ সদস্যদের নির্দেশ প্রদান ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন পুলিশ সুপার

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী। গতকাল শনিবার বিকালে বানিয়াচং-আজমিরীগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ন রাস্তাঘাট, প্রত্যান্ত হাওর অঞ্চলের বাড়ীঘরসহ বিভিন্ন গুরুত্বপুর্ন বাঁধ এর ভাঙ্গন পরিদর্শন করেন তিনি। এ সময় সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, দূর্যোগকালীন আইন শৃংখলা পরিস্থিতি মোকাবেলাসহ বন্যার্ত মানুষদের পাশে থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য বানিয়াচং-আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ সকল ফাঁিড়র ইনচার্জদেরকে নির্দেশ দেয়া হয়েছে। যে কোন কঠিন পরিস্থিতিতে পুলিশ জনগণের পাশে থাকবে বলেও তিনি অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি আরো বলেন, আমি মানুষের দূর্ভোগ দূর্দশার চিত্র সরেজমিন দেখেছি, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে ওইসব বন্যার্ত অসহায় মানুষদের যথাসম্ভব সহযোগিতা করা হবে বলেও তিনি জানান। এদিকে বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাওরপাড়ের প্রায় ৪ শতাধিক মানুষ বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। গতকাল ওই সকল আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার পদ¥াসন সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস। এ সময় বেশ কিছু পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন ইউএনও পদ্মাসর সিংহ। বন্যা পরিস্থিতি মোকাবেলায় বানিয়াচং উপজেলা সকল প্রাথমিক, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। বানিয়াচংয়ের দূর্যোগ পরিস্থিতি মোকাবেলায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি রোববার জরুরী সভার আহবান করেছেন। এ তথ্যটি জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস।