Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানালো হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি

স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনকের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি (গত ২৭ মার্চ) জামাইকা সুলতান ডাইন হালাল রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আজদু মিয়া তালুকদার। সাধারণ সম্পাদক রোকন-হাকিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের সর্ববৃহৎ সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সংগঠনের সাবেক সভাপতি মোঃ রমিজ উদ্দিন খাঁন, বীর মুক্তিযোদ্ধা সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা সৈয়দ কামাল উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি সৈয়দ নাজমুল হাসান এবাদ, উপদেষ্টা তাজুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি আতাউর রহমান, সদর সমিতির সভাপতি মিয়া মোঃ আছকির, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের নির্বাচন কমিশনার সাব্বির হোসেন, সহ-সভাপতি শফিউদ্দিন তালুকদার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ মোশাররফ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ টিপু। আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, হবিগঞ্জ সদর সমিতির সভাপতি মিয়া মোঃ আছকির, ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার প্রার্থী মাজেদা এ উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নের জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানান। অনুষ্ঠানে মইনুল হক চৌধুরী হেলাল সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান এবং হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনকের জাতীয় দিবসে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা দেওয়ায় তিনি ধন্যবাদ জানান। অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনকের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর সমিতির অন্যতম সদস্য তাজুল ইসলাম মানিক, হবিগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সদস্য শামসুল হক, আবু আব্দাল, জালাল উদ্দিন তালুকদার, হবিগঞ্জ সদর সমিতির সাধারণ সম্পাদক আমির আলী, সাবেক এসপি কামরুল ইসলাম, মোঃ ফজর আলী, মাহবুব চৌধুরী, জালাল তালুকদার, খেলন মিয়া, সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান আলী টিপু, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ টিপু, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ মোশাররফ হোসেন, কার্যকরী সদস্য সাইফুল আলম মিলন (সদর), সাব্বির হোসেন (নবীগঞ্জ), মোঃ শফিউদ্দিন তালুকদার (মাধবপুর), মোঃ আব্দুল মান্নান সিকদার (চুনারুঘাট), শেখ মোস্তফা কামাল (আজমিরীগঞ্জ) প্রমুখ।