Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ সুন্নীয়ত সংরক্ষণ পরিষদের মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি ॥ ফিলিস্তিনের গাজায় ইসরাইলীদের নির্বিচারে মুসলিম নিধনের প্রতিবাদে ও ইকরামে হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী শ্রীকান্ত দাসের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হবিগঞ্জ সুন্নীয়ত সংরক্ষণ পরিষদ। গতকাল বৃহষ্পতিবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরিষদের আমীর মুফতি আবু ছাফওয়ান মুহাম্মদ আশরাফুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও পরিষদের নির্বাহী মহাসচিব আমীরুল ইসলাম রামীম এর পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ রুহুল আমীন এবং নাতে রাসূল (সাঃ) পরিবেশন করেন হাফেজ মোহাম্মদ মহসীন। বক্তব্য রাখেন পরিষদের মহাসচিব আলহাজ্ব মফিজুর রহমান টিটু, শাহ জয়নাল আবেদীন রাসেল, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর সহ-সভাপতি জাহেদুল ইসলাম বিএসসি, শাহজালাল সুন্নী ফাউন্ডেশনের উপদেষ্টা মুফতি শহীদুল ইসলাম, সভাপতি সৈয়দ মামুনুর রশীদ, হুফ্ফাজুল কোরআন সুন্নী ফাউন্ডেশনের সভাপতি হাফেজ এবাদুল হক চৌধুরী, আল হেদায়াত ফাউন্ডেশনের সাধরণ সম্পাদক শাহীন মিয়া, স্পন্দন ক্লাবের সভাপতি রাজু আহমদ, আল হোসাইন স্ন্নুী যুব সংঘের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সুন্নীয়ত সংরক্ষণ পরিষদের মাওলানা আব্দুস ছাত্তার নূরী, মাওলানা মঈনুদ্দীন আশরাফী, হাবিবুর রহমান, পারভেজ মোল্লা, আশরাফ উদ্দিন চৌধুরী প্রমুখ। সভাপতির বক্তব্যে পরিষদের আমীর বলেন, অবিলম্বে ফিলিস্তিনের গাজায় বিমান হামলা বন্ধে ওআইসি, আরব লীগ ও জাতিসংঘকে কার্যকরী ভূমিকা পালন করে ফিলিস্তিনের নিরীহ মুসলিম নর-নারী ও নিষ্পাপ শিশুদের সাহায্যে এগিয়ে আসতে হবে। এবং ইকরাম বাজারের ব্যবসায়ী শ্রীকান্ত দাসের কটুক্তির যথাযথ বিচার কাজ মাহে রামাদ্বানের মধ্যে শেষ করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।