Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শিবপাশার হাওর থেকে আড়াই লাখ টাকা মূল্যের ১২টি অবৈধ জাল আটক

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে \ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশার হাওর থেকে ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১২ টি অবৈধ জাল আটক করেছে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, আজমিরীগঞ্জের শিবপাশার হাওরে গতকাল শনিবার অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চালায় সহকারী কমিশনার ( ভূমি) মোঃ শফিকুল ইসলাম। নিয়মানুযায়ী, প্রতিটি জালের ফাঁক সর্বনি¤œ ৩ সেন্টিমিটার হতে হবে। এর চেয়ে কম হলে তা অবৈধ বলে পরিগণিত হবে। এ ছাড়া নদী নালা থাল বিল ও হাওরে দেশীয় প্রজাতির মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে স্থায়ী স্থাপনা স্থিরকৃত, কারেন্ট, বাঁধা, কাতা, চট, বেড়া, মশারি, টানা ও জগৎবের জালের মাধ্যমে জলাশয় থেকে মাছ আহরণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ আদেশ অমান্যকারীদের সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ডের বিধান রয়েছে। কিন্তু ওই নিয়ম উপেক্ষা করে কতিপয় অসাধু জেলে অবৈধ জাল ব্যবহার করে আসছে। তাই নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল শনিবার শিবপাশার হাওরে অভিযান চালিয়ে ১২ টি অবৈধ জাল আটক করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত। পর আটককৃত অবৈধ জাল উপজেলা পরিষদ মাঠে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় শিবপাশার ইউপি চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আটককৃত ১২ টি জালের অনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা।