Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বৃহস্পতিবার বিকেল ৪ টায় নাঈস চাইনিজের হলরুমে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদের সভাপতিত্বে ও নবীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহীন তালুকদারের যৌথ পরিচালনায় আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ৫নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পেয়ারা। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিদুর রহমান মজিদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম চৌধুরী, ৮নং সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুর রহমান চুনু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়কবৃন্দ জুবায়ের আহমেদ সুমন, ডালিম চৌধুরী, মোঃ আল-আমিন, সাইফুর রহমান বাবু, রাকিব আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়কবৃন্দ- কুতুব উদ্দিন মাখন, জাকারিয়া আহমেদ, লিটন মিয়া, রঞ্জিত সরকার, উপজেলা ও পৌর যুবদলের সদস্যবৃন্দের মধ্যে জাকারিয়া চৌধুরী, মিরজাহান মিয়া, মোঃ নুরুল আমিন, আঙ্গুর মিয়া, ফরহাদ আহমেদ, সরোয়ার আহমেদ জেসন, মামুন মিয়া, কাজল মিয়া, কপিল আহমেদ, সুমন আহমেদ, নাঈম আহমেদ, আলাইন যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেদ মিয়া। উপস্থিত ছিলেন, রাহেল আহমেদ, মোঃ রাসেল, ফয়সল আহমেদ, মাহবুব মোহন, ইমন আহমেদ, মোঃ আলাল মিয়া, জাকির মিয়া, জামিল আহমেদ, শামিম মিয়া, জুনেদ মিয়া, রুবেল আহমেদ, মুছা মিয়া, মোহন লাল মোহন, আল-আমিন চৌধুরী, সাবের মিয়া, ইব্রাহিম মিয়া, আলী হোসেন, পিয়াস মিয়া, মামুন মিয়া-২, সাগর মিয়া, নজরুল মিয়া, লিটন মিয়া-২, তানভীর মিয়া, জাবেদ আহমেদ নাঈম আহমেদ-২ প্রমূখ। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রাকিব আহমেদ ও শেষে দোয়া পরিচালনা করেন ইমাম মাওলানা ফয়জুর রহমান। দোয়া শেষে শিন্নী বিতরণ করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং অনতীলম্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসা দাবি জানান। পাশাপাশি দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।