Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ইউনিয়ন পরিষদ সচিবদের সরকারি আইডি উদ্যোগক্তাদের ব্যবহারের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ইউনিয়ন পরিষদ সচিবদের সরকারি আইডি ব্যবহারের অভিযোগ ওঠেছে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে ইউপি সচিবদের আইডির পাসওয়ার্ড উদ্যোক্তাদের কাছে থাকায় তারা আইডিটি ব্যবহার করতে পারছেন। এই আইডি ব্যবহার করে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জন্মনিবন্ধন সনদ ও মৃত্যু সনদ তৈরীসহ বিভিন্ন কাজ করছেন উদ্যোক্তারা। উদ্যোক্তাদের দাবি- সচিবদের কাজের চাপ কমাতে নানা বিষয়ে সহযোগিতার জন্য সচিবরাই তাদের আইডির পাসওয়ার্ড দিয়েছেন। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন- সরকারি এই গুরুত্বপূর্ণ আইডিটি বেসামরিক লোকের নিয়ন্ত্রণে থাকা বড় ধরণের ঝুঁকি। তাই দ্রুত এ বিষয়ে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেয়া দরকার। খোঁজ নিয়ে জানা যায়, গত ৬ মাস ধরে নবীগঞ্জের সবকটি ইউনিয়নের সচিবদের সরকারি আইডির পাসওয়ার্ড ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের কাছে রয়েছে। তারা এই আইডি ব্যবহার করে জনগণকে বিভিন্ন সেবা দিয়ে আসছেন। এমনকি বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গোপনীয় জন্মসনদ ও মৃত্যু সনদও তারা তৈরী করছেন। অভিযোগ ওঠেছে- তাদের কাছে জন্ম সনদের দায়িত্ব যাওয়ার পর থেকেই বিভিন্নভাবে হয়রাণীর শিকার হতে হচ্ছে জনগণকে। এমনকি বেশ কয়েকটি ইউনিয়নের জন্ম সনদ তৈরীতে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগও রয়েছে উদ্যোক্তাদের বিরুদ্ধে। এদিকে, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নিয়োগের ক্ষেত্রে যে চুক্তি করা হয় সেটিতে ডিজিটাল সেন্টারকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ার কথা উল্লেখ করা হয়েছে। তবে সেখানে সচিবদের সরকারি আইডি নিয়ন্ত্রণ বা ব্যবহারের কোন নির্দেশনা দেয়া হয়নি। সচিবদের আইডি ও পাসওয়ার্ড ব্যবহারের বিষয়ে জানতে চাইলে বেশ কয়েকটি ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জানান- ইউনিয়ন পরিষদের সচিবদের বিভিন্ন কাজ রয়েছে। এসব কাজ করতে গিয়ে হিমশিম খেতে হয় তাদের। আবার বর্তমানে জন্মসনদ তৈরীর জন্য পরিষদে প্রচুর চাপ। উদ্যোক্তাদের দাবি- তারা সচিবদের আইডির পাসওয়ার্ড জানেন না। কাজের প্রয়োজনে সচিবরা তাদের কম্পিউটারে কাজ করান। নাম প্রকাশ না করার সর্তে একজন সচিব বলেন- ‘উদ্যোক্তা সরকারি কোন কর্মকর্তা নয়। এখন আমার আইডি ব্যবহার করে যদি উদ্যোক্তা কোন অপরাধমূলক কাজ করে তাহলে এর দায় আমার ওপর যাবে। যেহেতু আইডিটি আমার। এ ব্যাপারে আমার আইডি একমাত্র আমার কাছে থাকা দরকার।’ বিষয়টি সম্পর্কে জানতে চাইলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন- ‘উদ্যোক্তারা প্রচুর শ্রম দেন। ডিজিটাল বাংলাদেশ তৈরীতে তাদের ভুমিকা অপরিসীম। সচিবদের কাজের চাপ কমাতে উদ্যোক্তারা অনেক শ্রম দেন। তারা এখন ইউনিয়নের একটি অংশ।